• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে, আর কিছু বলা যাবে না: বিক্রম মিশ্রি চুরি যাওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে বাংলাদেশ প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মিয়ানমার সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় কারাবন্দিদের জন্য ঈদে পোলাও মাংস, স্বজনদের ফুল দিয়ে বরণ ডেমরায় বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় লিপিকে ঈদের ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে বিআরটিএ নেত্রকোণার ভ্রাম্যমান আদালত ঈদের ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে বিআরটিএ নেত্রকোণার ভ্রাম্যমান আদালত ঈদ পরবর্তী নেত্রকোণা বিআরটিএ ও পুলিশের যৌথ অভিযান

হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প

প্রভাত রিপোর্ট / ১৬ বার
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

খায়রুল বাসার, গোবিন্দগঞ্জ

এক সময় গ্রাম বাংলার প্রতিটি ঘরে রান্ন থেকে শুরু করে খাওয়া কিংবা অতিথি আপ্যায়নে প্রায় সব কাজেই ব্যবহার হতো মাটির তৈরি তৈজসপত্র। দামে সহজ লোভ্য ও স্বাস্থ্যকর হওয়ায় ঐতিজ্যের সঙ্গে জড়িয়ে ছিলো মৃৎশিল্প।সময়ের ব্যবধানে মাটির সেই স্থান দখল করে দিয়েছে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের তৈরি পন্য। তার পরেও নানা প্রতিকুলতার মধ্যে বংশগত পেশার ঐতিহ্য কে টিকিয়ে রাখতে লড়াই করে যাচ্ছেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মৃৎশিল্প শিল্পীরা এখানে এর আগে ৮০ টির ও বেশি পাল পারা থাকলেও এখন আছে মাত্র ৭ টি।
মৃৎশিল্পের শিল্পীরা জানান, হাজার বছরের ওইতিহ্য এবং গ্রাম বাংলার সাংস্কৃতি এখন হাড়িয়ে যাওয়ার পথে। আগের মত এখন আর ব্যবসা নাই। অনেক কুমাররাই এখন অন্য পেশায় চলে যাচ্ছেন। আগের থেকে এখন এই শিল্পের চাহিদা অনেক কম। আমরা এই ব্যবসা করে আমাদের পরিবারের খরছ ও চালাইতে পারছি না।
পাল সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান, মৃৎশিল্প কেনার জন্য আগের মত ক্রেতা নেই। দেখা যায় সারা দিনই এই মাটির তৈরি জিনিস গুলো নিয়ে দোকানে বসে থাকতে হয়। আগের তুলনায় এখন কাচা বাজার আর চালের দামও বেশি। তাই আমাদের অনেক শিল্পিরাই এই পেশা থেকে অন্য পেশায় যুক্ত হচ্ছে। প্রতিযোগিতা মুলক বাজারে মৃত শিল্প টিকিয়ে রাখতে হলে এসব পন্যের ডিজাইনে আধুনিকায়ন প্রয়োজন।
গাইবান্ধা জেলার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পরেসনের সহকারী – মহা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদাউস জানান, পন্যের মান এবং উন্নতমানের পন্য তৈরির জন্য বিসিক কতৃক তাদের বিভিন্ন রকমের প্রশিক্ষন দেওয়া হচ্ছে। আমাদের প্রধান কার্যালয়ে এখনও প্রশিক্ষন চলমান আছে। আমারা উন্নতমানের পন্যের নকশা কারিগরি তথ্য দিয়ে তাদের সহযোগীতা করছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও