• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

‘রাজাকে অপমান’ মামলায় অব্যাহতি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

প্রভাত রিপোর্ট / ৮৪ বার
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

প্রভাত ডেস্ক: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা ‘রাজাকে অপমান’ মামলায় অব্যাহতি পেয়েছেন। শুক্রবার ব্যাংককের আদালত রায়ে বলেন, উপস্থাপিত প্রমাণ অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট নয়। ফলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড থেকে রক্ষা পেলেন ৭৬ বছর বয়সী এই নেতা।
থাইল্যান্ডে রাজা মহা ভাজিরালংকর্ন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সমালোচনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে সাক্ষাৎকারে থাকসিন ২০১৪ সালের সামরিক অভ্যুত্থান নিয়ে মন্তব্য করেন। সেই সাক্ষাৎকারের সূত্র ধরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
থাকসিনের আইনজীবী উইনইয়াত চাতমনট্রি জানান, আদালত অভিযোগ নাকচ করেছেন। আদালত থেকে বেরিয়ে হাসিমুখে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি থাকসিন।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে থাই রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী সিনাওয়াত্রা পরিবার বড় ধরনের হুমকি থেকে মুক্তি পেল এই রায়ের মাধ্যমে। ২০১৪ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা।

সূত্র : এএফপি


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও