• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি আর্চারদের বিশেষ ব্যবস্থায় আনা হচ্ছে বাংলাদেশে সহিংস হামলায় ছাত্রলীগের ৪০৩ জনের সংশ্লিষ্টতা পেয়েছে কমিটি এক বছরে শীর্ষ ১০ মার্কিন ধনীর সম্পদ বেড়েছে ৬৯৮ বিলিয়ন ডলার অনলাইন জুয়ার লেনদেন বন্ধে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের বিমানবন্দরে আগুন: ঝুঁকির মুখে ভবিষ্যৎ রপ্তানি অর্ডার অক্টোবরে রপ্তানি আয়ে কমেছে ৭.৪৩ শতাংশ মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত করল বিএনপি ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের কৃষি পণ্য রপ্তানির লক্ষ্য যুক্তরাষ্ট্রের: রাষ্ট্রদূত জ্যাকবসন গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২৫০০ কোটি টাকার সুকুক ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক আলোচিত – সমেলোচিত ডেসটিনির রফিকুল আমীনের দল পেল ইসির নিবন্ধন
আসন কমানো সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে তিন দিনের হরতালসহ নানা কর্মসুচি

প্রভাত রিপোর্ট / ৭২ বার
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

হাসিবুর রহমান, বাগেরহাট : বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি।
রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ৩ দিনের হরতালের কর্মসুচির ঘোষনা দেয়। সোমবার ৮ আগষ্ট সকাল সন্ধ্যা হরতাল জেলা সহ প্রতিটা উপজেলায় এই হরতাল পালন করবে। পরেরদিন ৯ আগষ্ট প্রতিটা উপজেলায় বিকাল পাঁচটায় বিক্ষোভ মিছিল করবে ও ১০ ও ১১ আগষ্ট সকাল সন্ধ্যা হরতাল বাগেরহাট পালন করবে জেলা সহ উপজেলাযগুলোতে।
এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এস সালাম। এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অত্র কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ ইউনূস, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ মোঃ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোড়া, বাগেরহাট জেলার বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, বাগেরহাট জেলা জামায়াতের সূরা সদস্য ও যুব কমিটির সভাপতি মনজুরুল হক রাহাদ, জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, মনিরুল হক ফরাজি, সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল প্রমুখ ।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনার এম এ সালাম বলেন ,আমাদের এই আসন ফিরে পাওয়ার জন্য আমরা আজ বিকাল পাঁচটায় বিক্ষোভ মিছিল করব, লিফলেট বিতরণ করব আমাদের এই আসন ফিরে পাওয়ার দাবিতে। এছাড়া সোমবার ৮ আগষ্ট সকাল সন্ধ্যা হরতাল জেলা সহ প্রতিটা উপজেলায় এই হরতাল পালন করবে। পরেরদিন ৯ আগষ্ট প্রতিটা উপজেলায় বিকাল পাঁচটায় বিক্ষোভ মিছিল করবে ও ১০ ও ১১ আগষ্ট সকাল সন্ধ্যা হরতাল বাগেরহাট পালন করবে জেলা সহ উপজেলাযগুলোতে।
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন,বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বাগেরহাট নানা ধরনের বঞ্চনা ও ক্ষতির শিকার হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তে যে আঘাত হানা হয়েছে তা পূর্বের সব ক্ষতির সীমা অতিক্রম করেছে। এ সিদ্ধান্ত শুধু অযৌক্তিকই নয়, বরং এটি বাগেরহাটবাসীর প্রতি এক ধরনের শত্রুতার বহিঃপ্রকাশ। আমরা মনে করি ইচ্ছে করেই কমিশন এই জেলাকে অবমূল্যায়ন ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। নির্বাচন কমিশনকে অবশ্যই বুঝতে হবে এ সিদ্ধান্ত বাগেরহাটের লক্ষ লক্ষ মানুষের ন্যায্য অধিকার হরণ করছে। তাই আমরা স্পষ্টভাবে দাবি জানাচ্ছি অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল করতে হবে।
নির্বাচন কমিশন গত ৩০ জুলাই আসন পুনঃনির্ধারণের খসড়া প্রস্তাব দেয়। শুনানি শেষে কমিশন জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চার আসন বহাল রাখবে এমন প্রত্যাশায় আন্দোলন থেকে সরে এসেছিল বাগেরহাটবাসী। কিন্তু কমিশন গত ৪ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি আসনে নামিয়ে আনে। এতে জেলার লাখো মানুষের হৃদয় আঘাত হানা হয়েছে বলে দাবি করে বক্তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও