প্রভাত রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী। জন্মের পর থেকে দুই চোখে দেখতে পান না তিনি। আজ বৃহস্পতিবার বন্ধুর হাত ধরে জাকসু ও হল সংসদের ভোট দিতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের এই শিক্ষার্থী।
বেলা ১১টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ হল কেন্দ্রে ভোট দেন আইয়ুব। ভোট কেন্দ্রের বাইরে তিনি বললেন, ‘আজ আমি জীবনে প্রথম ভোট দিলাম। এর আগে কখনো সুযোগ পাইনি।’
কেমন লাগল—জানতে চাইলে আইয়ুব বলেন, ‘অভিজ্ঞতা অনেক ভালো ছিল। ফ্রেন্ডকে (বন্ধু) নিয়ে এসেছিলাম শ্রুতিলেখক হিসেবে। তো, আমি বলেছি আর সে আমার… টিক দিয়েছে আরকি।’
আইয়ুব আলীর সঙ্গে থাকা তাঁর বন্ধু আরহান রহমান বলেন, ভোট ভালোভাবেই হতে দেখা যাচ্ছে। এটা ভালো লাগছে।