• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

না‌জিরপু‌রে জামায়াতে যোগ দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা ও জাতীয় পা‌র্টির ৫০ নেতাকর্মী

প্রভাত রিপোর্ট / ১০৮ বার
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ, পি‌রোজপুর: পিরোজপু‌রের না‌জিরপু‌রে স্বেচ্ছাসেবক দলের নেতা ও জাতীয় পা‌র্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পা‌র্টির না‌জিরপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক ও না‌জিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আল আমিন খান এবং স্বেচ্ছা‌সেবক দ‌লের উপ‌জেলার যুগ্ম আহবায়ক মোঃ ইস্রা‌ফিল হাওলাদার।
শুক্রবার (১২ সে‌প্টেম্বর) সকাল ১০ টায় না‌জিরপুর দা‌খিল মাদ্রাসা প্রাঙ্গ‌নে উপ‌জেলা জামায়া‌তে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক এর সভাপ‌তি‌ত্বে ও মাওলানা আবু দাউদ এর সঞ্চালনায় আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে তারা জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় তাদের সঙ্গে আরও ৪০ থেকে ৫০ জন ব্যক্তি জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি‌রোজপুর ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী । প্রধান আলোচক হিসা‌বে ছিলেন পি‌রোজপুর জেলা আমির অধ‌্যক্ষ‌ তাফাজ্জল হো‌সেন ফ‌রিদ, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়া‌তে ইসলামীর এসিস্ট‌্যান্ড সে‌ক্রেটারী আব্দুর রাজ্জাক, না‌জিরপুর উপ‌জেলা জামায়া‌তের সে‌ক্রেটারী অবঃ‌ সেনা কর্মকর্তা কাজী মোস‌লেহ্ উদ্দিন, উপ‌জেলা যুব‌ বিভা‌গের সভাপ‌তি মোঃ মোস্তা‌ফিজুর রহমান, সে‌ক্রেটারী সিফাতুল্লহ্ বিন বেলালী, শ্রমীক কল‌্যান ফেডা‌রেশ‌নের সভাপতি মোঃ মাফুজুর রহমান, উপ‌জেলা শি‌বি‌রের সভাপ‌তি মোঃ আবু হা‌নিফ,সে‌ক্রেটারী সা‌কিবুল ইসলাম প্রমুখ।
বক্ত‌ব্যে ইস্রা‌ফিল হাওলাদার ব‌লেন, আমি একজন মুসলমান, সমা‌জে দ্বীন কা‌য়েম করা আমার কর্তব‌্য, আমি চাই দে‌শে ইসলাম কা‌য়েম হোক, জাতীয়তাবাদী দল বিএন‌পির আদর্শ ইসলা‌মিক আদ‌র্শে আদ‌র্শিত নয়, বিধায় উক্ত দল‌ থে‌কে বের হ‌বে আমি জামায়া‌তে ইসলা‌মে যোগদান করলাম এবং সাড়াজীবন ইসলাম‌কে ধারন ক‌রে বে‌চে থাক‌তে চাই।
তবে উপজেলা বিএনপির নেতারা বলছেন ভিন্ন কথা স্বেচ্ছাসেবক দলের নেতা ইস্রাফিল হাওলাদার সংগঠন বিরোধী কাজে লিপ্ত থাকায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে ।
এবং উপজেলা জাতীয় পার্টির নেতারা বলেন এরা জাতীয় পার্টির পদবঞ্চিত নেতা কর্মী, এদের জন‍্য দলের কোনো ক্ষতি হবে না । বরং দল আরো শক্তিশালী হবে বলে আশা করেন এ নেতা।
এ দিকে ৭নং সেখমাটিয়া ইউনিয়নের জামায়াতের সভাপতি আব্দুর রহমান ও সেক্রেটারি কাজী মোঃ জাকির আহমেদ এর সংঙ্গে কথা বলে জানা যায় যে স্বেচ্ছাসেবক দলের নেতা ইস্রাফিল হাওলাদার যোগদান এর ব‍্যাপারে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ কোন আলোচনা ছাড়াই এ যোগদানের আয়োজন করেন ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও