মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়ন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হচ্ছেন এলাকার কৃতি সন্তান মোঃ আবুল কাশেম। তিনি এক সময়ের হাটপাড়া ফুটবল দলের জনপ্রিয় গোলকিপার। বর্তমান এনজিও ব্র্যাকের সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে দীর্ঘ ক’য়েক বছর ধরে দায়িত্ব পালন করছেন গাইবান্ধায়।
কাজের ব্যস্ততা সত্ত্বেও সবসময় সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িত থেকেছেন তিনি। সম্প্রতি এরই ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার হাটপাড়া ফাজিল মাদ্রাসা মাঠের জন্য একটি ফুটবল প্রদান করেছেন। তিনি জানিয়েছেন, “এলাকার তরুণদের খেলাধুলার মানোন্নয়নে যা যা প্রয়োজন হবে, ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে পাশে থাকব।”
স্থানীয়দের অভিযোগ, অতীতের ইউপি সদস্যরা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। স্বজনপ্রীতি, অনিয়ম ও জনগণের সাথে দুর্ব্যবহারের কারণে সাধারণ মানুষ বছরের পর বছর বঞ্চনার শিকার হয়েছেন তাদের কাছে।
এ পরিস্থিতি বদলে দিতে আবুল কাশেম বলেন, “আমি নির্বাচিত হলে এলাকায় দুর্নীতি, মাদক, চুরি ও ডাকাতি নির্মূলের উদ্যোগ গ্রহণ করবো। বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা প্রকৃত প্রাপকের কাছে ঘুষ ছাড়া পৌঁছে দেবো। যুব সমাজকে খেলাধুলা ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করে একটি মডেল ওয়ার্ড গড়ে তুলার চেষ্টা করবো। সাধারণ মানুষের সম্মান ও অধিকার রক্ষায় সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ।
এছাড়াও তিনি আরও বলেন, “পূর্ববর্তী সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি। আমি সততা, স্বচ্ছতা ও উন্নয়ন দিয়ে সেই শূন্যতা পূরণ করতে চাই।” এবং সবার কাছে তিনি দো’আ চেয়েছেন।
এ বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে, তারা বলেন- আমরা তাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি। আসলেই এমন একজন সৎ, শিক্ষিত ও সমাজসেবায় এগিয়ে থাকা মানুষের প্রয়োজন। আশা করছি দেশের অবস্থা ভালো হলে দ্রুত পরিষদ নির্বাচন হবে। নিশ্চয়ই আমরা তার সাথে ছিলাম, আছি ও থাকবো, কারণ তার নেতৃত্বেই জাবরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড হতে পারে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড।