খান সুমন, কচুয়াবাগেরহাট জেলার কচুয়া উপজেলায় আঞ্চলিক পরিচালকের কার্যালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনা ও বরিশাল বিভাগ, খুলনা কর্তৃক প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম (২০২৫-২৬ অর্থবছর) মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শুরু হয়েছে। জরিপ ও অনুসন্ধান কার্যক্রম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার নির্বাহী অফিসার মো. আলী হাসান। তিনি প্রাচীন মোগিয়া কালী মন্দির প্রাঙ্গনে এই জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন। এছাড়া আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক মো. মহিদুল ইসলাম, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ, মাইকেল মধুসূদন দত্তবাড়ির সহকারী কাস্টোডিয়ান মো. হাসানুজ্জামান, বরিশাল বিভাগীয় জাদুঘরের সহকারী কাস্টডিয়ান মো. আরিফুর রহমান, আঞ্চলিক দপ্তরের মার্ক্সম্যান মো. এনামুল হক এবং ফটো প্রিন্টার মো. রায়হান উপস্থিত ছিলেন। এছাড়াও এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মোগিয়া কালীমন্দির কমিটির উপদেষ্টা প্রাক্তন যুগ্ম সচিব স্বপন মন্ডল ও মন্দি কমিটির সভাপতি নিত্যরঞ্জন সাহা সহ প্রিন্টু ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। (উল্লেখ্য) ২০২৫-২৬ অর্থবছরের বাগেরহাট জেলার চারটি উপজেলায় কচুয়া,চিতলমারি, শরণখোলা ও মোংলা প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হবে।