• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩ উদীচীর গানের মিছিলে পুলিশের বাধা: সরকারকে ৭ দিনের আল্টিমেটাম বাংলাদেশে সাংবাদিকদের আইনি সহায়তায় ইউনেস্কোর সাপোর্ট ডেস্ক মালয়েশিয়া থেকে জোর করে ফেরত পাঠানোর ঘটনায় ন্যায়বিচার-ক্ষতিপূরণ দাবি ৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট! সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক পান্নার জামিন আপিলে বহাল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জলকামান-টিয়ারশেল নিক্ষেপ ফারইস্টের সাবেক পরিচালক এম এ খালেক ৩ দিনের রিমান্ডে মানুষ ও শিয়ালের বিরল বন্ধুত্ব, নাম ধরে ডাকলেই জঙ্গল থেকে ছুটে আসে ‘লালু’ রাস্তা বন্ধ করে যাতায়াত: জিএমপির সেই কমিশনার বরখাস্ত

রূপগঞ্জে ব্লগারের মোটরসাইকেল ছিনতাইয়ের রহস্য উন্মোচন, গ্রেপ্তার ১

প্রভাত রিপোর্ট / ৭০ বার
আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা, রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত ব্লগার জিসানের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় লিমন ওরফে রিমন (২০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ গাজীপুর জেলার কাশিমপুর থানার বারেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে রূপগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ’গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর রাতে ইউটিউবার ও ব্লগার জিসান (১৮) এবং তার বন্ধু ফয়সাল (২২) নিজ নিজ মোটরসাইকেল নিয়ে ঢাকার মিরপুর থেকে রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট এলাকায় বেড়াতে আসেন। রাত ২টার দিকে তারা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলে রূপগঞ্জের কুশাবো এলাকায় পৌঁছালে অজ্ঞাত তিন দুর্বৃত্ত তাদের পথরোধ করে।
দুষ্কৃতকারীদের মধ্যে দুইজন হাতে থাকা ধারালো দা দিয়ে জিসানকে হত্যার উদ্দেশ্যে কোপ মারে। এতে তার হাতে গুরুতর জখম হয়ে আঙুল কেটে যায়। পরে ভুক্তভোগীরা জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লিমন জানিয়েছে, তারা মূলত রূপগঞ্জের ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে ও ঢাকা-সিলেট মহাসড়কে সক্রিয় ছিল। তারা সাধারণত দামী মোটরসাইকেল বা নারীসহ বাইকারদের টার্গেট করত। পরিকল্পিতভাবে মোটরসাইকেল আরোহীদের ধাওয়া করে পথরোধ করা এবং অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করার পর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত তারা। পুলিশ বলছে, এই চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও