• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩ উদীচীর গানের মিছিলে পুলিশের বাধা: সরকারকে ৭ দিনের আল্টিমেটাম বাংলাদেশে সাংবাদিকদের আইনি সহায়তায় ইউনেস্কোর সাপোর্ট ডেস্ক মালয়েশিয়া থেকে জোর করে ফেরত পাঠানোর ঘটনায় ন্যায়বিচার-ক্ষতিপূরণ দাবি ৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট! সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক পান্নার জামিন আপিলে বহাল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জলকামান-টিয়ারশেল নিক্ষেপ ফারইস্টের সাবেক পরিচালক এম এ খালেক ৩ দিনের রিমান্ডে মানুষ ও শিয়ালের বিরল বন্ধুত্ব, নাম ধরে ডাকলেই জঙ্গল থেকে ছুটে আসে ‘লালু’ রাস্তা বন্ধ করে যাতায়াত: জিএমপির সেই কমিশনার বরখাস্ত

যাত্রাবাড়ীতে ৭০ হাজার পিস ইয়াবা ও ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রভাত রিপোর্ট / ১৩৯ বার
আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

হাবিবুর রহমান,ডেমরা : রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৭০ হাজার পিস ইয়াবা ও ৫২ কেজি গাঁজাসহ মো. শরিয়ত উল্লাহ, মো. রহিম বাদশা ও মো. দেলোয়ার হোসেন লিটন নামের তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে ঢাকায় ইয়াবা আসছে। এই তথ্যের ভিত্তিতে মতিঝিল গোয়েন্দা বিভাগের একটি টিম যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) অবস্থান নেয়। পরবর্তীতে সাড়ে ৫ টার দিকে উক্ত কাভার্ড ভ্যানসহ শরিয়ত উল্লাহ ও রহিম বাদশাকে আটক করতে সক্ষম হয়। এসময় কাভার্ড ভ্যান তল্লাশি করে ভ্যানের ভিতর বিশেষ কায়দায় তৈরী গোপন প্রকোষ্ঠ থেকে এই ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম যাত্রাবাড়ী থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫২ কেজি গাঁজা ও একটি পিকআপসহ দেলোয়ার হোসেন লিটনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও কুমিল্লা থেকে মাদক এনে রাজধানী ঢাকা সহ এর আশপাশের জেলায় বিক্রয় করত মর্মে স্বীকার করে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.কামরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য রিয়ন্ত্রন আইনে মামলা হলে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও