• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
শীত আসছে, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহের আভাস অতি ভারী বৃষ্টির আভাস, কৃষকদের বিশেষ সতর্কতা বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৭ম দিনের শুনানি চলছে ৪০টি যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে হানাহানি, মধ্যরাতে বিএনপির চার নেতা বহিষ্কার আরপিও সংশোধন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’ একজন প্রার্থী ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন জোটের প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, অধ্যাদেশ জারি নির্বাচনের জন্য ৪৮ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

বাগেরহাট আদালতে নিষিদ্ধ ঘোষিত দলের জয়বাংলা স্লোগান, আটক-১

প্রভাত রিপোর্ট / ৪৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আদালতে করিডোরে নিষিদ্ধ ঘোষিত দলের জয়বাংলা স্লোগান দেয়ার অভিযোগে এক জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের মোড়েলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এজলাস কক্ষের সামনে এই শ্লোগান দেয়। এসময় উপস্থিত জনতা আল-আমিন ফকির (৩৫) নামের একজনকে আটক করে পুলিশে দেয়। সে মোড়েলগঞ্জ উপজেলার ছোট বাদুরা এলাকার এলেম ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মামলায় ৪১ জন আসামী মোড়েলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে এজলাস থেকে বের হয়ে করিডোরে নিষিদ্ধঘোষিত দলের’ জয় বাংলা’স্লোগান দেয়। এসময় হুলস্থুল শুরু হলে ওই আদালতের বিচারক এজলাস থেকে খাস কামড়ায় চলে যান বলে একাধিক আইজনজীবী জানান। আদালত চত্বরে উপস্থিত জনতা আলামিন ফকির নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।
বাগেরহাট জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন জানান, মোড়েলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জি আর ৩০২/২৪ নং মামলার ধার্য তারিখ ছিল। মামলায় ৬৮ জন আসামির মধ্যে ৬৬ জন জামিনে রয়েছে। এ মামলায় আদালতে হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে বের হয়ে যায়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,(ওসি) মাহমুদুল হাসান জানান, আদালত চত্বরে নিষিদ্ধ ঘোষিত দলের স্লোগান দেয়ার ঘটনায় আল-আমিন ফকির নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও