প্রভাত রিপোর্ট: পর্যটকদের জন্য একটি কোড অব কন্ডাক্ট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যে পর্যটকদের জন্য একটি কোড অব কন্ডাক্ট প্রণয়ন করেছে, যেখানে সব অংশীজনকে সম্পৃক্ত করা হয়েছে। এর মাধ্যমে নিরাপদ, সুষ্ঠু ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোড অব কন্ডাক্ট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এসময় তিনি ধন্যবাদ জানান।
শেখ বশিরউদ্দীন বলেন, পর্যটনের মূল উদ্দেশ্য শুধু অর্থনীতিকে সমৃদ্ধ করা নয়, বরং নির্মলতা, নিরাপত্তা, পারিবারিক আনন্দ ও সামগ্রিকতার অনুভূতি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। একত্রে ভ্রমণ করা ও আনন্দ ভাগাভাগি করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি বাড়ায় এবং আমাদের জীবনকে নতুনভাবে রূপান্তরিত করে। তিনি বলেন, জাতীয় পর্যটন মহাপরিকল্পনাতে নির্মল পরিবেশ, পারিবারিক আবহ এবং নিরাপদ ভ্রমণের প্রতিফলন ঘটবে।
এর আগে সকালে বিমান উপদেষ্টা বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। র্যালিটি আগারগাঁওয়ের পর্যটন ভবনের সামনে থেকে শুরু হয়ে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সরকারি সংগীত কলেজ ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে পর্যটন ভবনের সামনে ফিরে শেষ হয়। এছাড়াও সাইকেল র্যালি, সিটি ট্যুর, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।