• রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ ইডেন শিক্ষার্থীদের কান্দাহারে পাকিস্তানি বিমান হামলায় ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত: রিপোর্ট প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই: মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে হবে : মঈন খান অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান কার্গো ভিলেজের আগুন নির্বাপণে সহযোগিতায় নেমেছে আনসার, আহত ২৫ শিক্ষকদের দাবি আদায়ে যদি যমুনা-সচিবালয় ঘেরাও করতে হয়, আমরাও থাকবো: রাশেদ খান রাজপথে না থাকায় সালাহউদ্দিন জুলাইযোদ্ধাদের চিনতে পারছেন না: নাহিদ ​শ্রীপুরে আল ইত্তেহাদ ইসলামী সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য

প্রভাত রিপোর্ট / ১৭২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

প্রভাত রিপোর্ট: ‘অর্জন আমাদের অভ্যাস, শ্রেষ্ঠত্ব আমাদের ঐতিহ্য। এই মূলমন্ত্রকে ধারণ করেই সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আবারও প্রমাণ করেছে অর্জন তাদের অভ্যাস, আর শ্রেষ্ঠত্ব তাদের ঐতিহ্য। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি ৯৯.৯১% পাশের পাশাপাশি ৪২৩ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই কলেজের এ অর্জনকে দেশের শিক্ষাবিদরা একটি অনুকরণীয় সাফল্য হিসেবে দেখছেন। তারা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লার উচ্ছ্বসিত অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, “এটি শুধু একটি পরীক্ষার ফলাফল নয় এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। আমরা শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি যারা জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতায় দেশকে এগিয়ে নেবে।”
সাফল্যের মূল রহস্যের এই অসাধারণ ফলাফলের পেছনে রয়েছে প্রতিদিনের একাডেমিক ফলোআপ, নিয়মিত মডেল টেস্ট, শিক্ষার্থীবান্ধব পরিবেশ এবং আধুনিক শিক্ষণ পদ্ধতির প্রয়োগ।শিক্ষকদের নিবেদিত দিকনির্দেশনা, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের আন্তরিক পরিশ্রমই এই অর্জনের মূল ভিত্তি।
একজন অভিভাবক বলেন, “এখানে শুধু বইয়ের শিক্ষা নয়, সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলার দীক্ষা দেওয়া হয়—যেটিই এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি।”
ধারাবাহিক সাফল্যের ধারায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রায় শতভাগ পাশের ঐতিহ্য ধরে রেখেছে।
২০২৫ সালে বিজ্ঞান বিভাগে ৭৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশসহ ৩০৯ অ+, মানবিক বিভাগে ১৪৯ জন অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ৩৯ অ+ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৪৭ জন অংশগ্রহণ করে ৭৫জন অ+ পেয়েছে। একজন পরীক্ষার্থী অসুস্থ্য থাকায় তিনটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ গগণচুম্বী সাফল্যের শিক্ষা প্রতিষ্ঠান। প্রাইমারি থেকে এইচএসসি পর্যন্ত নজরকাড়া ফল অর্জিত হয়েছে বারবার। ২০১৫ সালে এসএসসিতে ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করে, শতভাগ পাশের ভিত্তিতে ২০০৭ সালে এইচএসসিতেও ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেছে। কেবল একাডেমিক নয়, সহশিক্ষা চর্চায়ও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান। জাতীয় শিক্ষা সপ্তাহে ২০১৭ সাল থেকে টানা ০৫ (পাঁচ) বার জাতীয়ভাবে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে।
যেখানে সারাদেশে গড় পাসের হার মাত্র ৫৮.৮৩%, সেখানে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ৯৯.৯১% পাশ বজায় রেখে গুণগত শিক্ষার নতুন মানদণ্ড স্থাপন করেছে।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আবারও দেখিয়ে দিল—সাফল্য তাদের জন্য যাদের প্রচেষ্টা অবিচল, মনোযোগ অবিচল, আর লক্ষ্য স্বপ্নের চেয়ে বড়। এই অর্জন আগামী দিনের প্রতিটি শিক্ষার্থীর জন্য হয়ে থাকবে এক দীপ্ত অনুপ্রেরণার প্রতীক।
এই গৌরবময় সাফল্যে প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি অতিরিক্ত সচিব (অব.) গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল মাননান উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও