স্টাফ রিপোর্টার,বাগেরহাট : বাগেরহাটে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যা লী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শহরের মাজার মোড় থেকে একটি র্যা লী বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাজার মোড়ে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট নিরপাদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি ও সাংবাদিক আলী আকবর টুটুল, ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি কাজী মাহফুজুর রহমান, জেলা সভাপতি জুম্মান শেখ, ফারজানা আক্তার জেমী, রাফিউল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত প্রতিটি স্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আইন আছে তা প্রয়োগ করতে হবে। সকলকে এগিয়ে আসতে হবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে।
পরে সংগঠনের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।