• রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ ইডেন শিক্ষার্থীদের কান্দাহারে পাকিস্তানি বিমান হামলায় ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত: রিপোর্ট প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই: মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে হবে : মঈন খান অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান কার্গো ভিলেজের আগুন নির্বাপণে সহযোগিতায় নেমেছে আনসার, আহত ২৫ শিক্ষকদের দাবি আদায়ে যদি যমুনা-সচিবালয় ঘেরাও করতে হয়, আমরাও থাকবো: রাশেদ খান রাজপথে না থাকায় সালাহউদ্দিন জুলাইযোদ্ধাদের চিনতে পারছেন না: নাহিদ ​শ্রীপুরে আল ইত্তেহাদ ইসলামী সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

পাঁচ বছর ধরে বন্ধ বদরখালী পুলিশ ফাঁড়ি, অরক্ষিত তিন ইউনিয়নের মানুষ

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় জনবহুল এলাকা বদরখালীতে পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে পুলিশ ফাঁড়ি। ফলে বদরখালীসহ পাশের দুটি ইউনিয়নে অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
করোনার সময় অর্থাৎ ২০২১ সালের শুরুতে বদরখালী পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ করে জেলা পুলিশ। এরপর থেকে আর চালু হয়নি ফাঁড়িটি। বর্তমানে ফাঁড়ির ভবনে ঝুলছে তালা।
ব্রিটিশ আমলে ভূমিহীন ২৬২টি পরিবারকে নিয়ে যাত্রা শুরু করা সমিতি এখন পরিচিত ‘বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতি’ নামে—দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সমবায়ী প্রতিষ্ঠান এটি। মহেশখালী, কুতুবদিয়া ও মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রগামী পথের মূল সংযোগস্থল বদরখালী।
অর্থনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ এলাকা হয়েও গত পাঁচ বছর ধরে পুলিশবিহীন অবস্থায় রয়েছে বদরখালী, পশ্চিম বড় ভেওলা ও ঢেমুশিয়া ইউনিয়ন।
আইনশৃঙ্খলা অবনতির চিত্র
পুলিশ সূত্রে জানা গেছে, গত এক বছরে এই তিন ইউনিয়নে ছয়টি হত্যাকাণ্ড ঘটেছে। গত ২৭ সেপ্টেম্বর ফুলতলা খাসপাড়ায় জমি বিরোধকে কেন্দ্র করে ভাতিজার হাতে খুন হন হারুনুর রশীদ (৪৫)। তার আগে ২ আগস্ট গভীর রাতে বদরখালীর আজমনগর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সোহায়েত হোসেন (৩৫)। এ ছাড়া মাতামুহুরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, ফুলতলা বাজারে ছিনতাই এবং বদরখালী সেতু এলাকায় আরেকটি ছিনতাইয়ের ঘটনা স্থানীয়দের উদ্বেগ বাড়িয়েছে।
এ ব্যাপারে ব্যবসায়ী মোহাম্মদ জসিম বলেন, বদরখালী বাজারে সন্ধ্যার পর ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কে থাকে। রাতে কেউ নিরাপদে বাড়ি ফিরতে পারে না। পুলিশ ফাঁড়ি চালু না থাকায় খুনোখুনি ও চুরি বেড়ে গেছে।”
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সহসভাপতি আহসানুল কাদের চৌধুরী সাব্বির বলেন, “পাঁচ বছর ধরে বদরখালী পুলিশ ফাঁড়ি বন্ধ। এত বড় অর্থনৈতিক এলাকায় পুলিশ না থাকায় আইনশৃঙ্খলা ভয়াবহভাবে অবনতি হচ্ছে। আমরা দ্রুত ফাঁড়ি চালুর দাবি জানাচ্ছি।”
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “বদরখালীতে ফাঁড়ি না থাকলেও থানা থেকে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। ফাঁড়ি পুনরায় চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।”
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস জানান, “করোনার সময় বদরখালীর অস্থায়ী ফাঁড়ির কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। সেটি পুনরায় চালু করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও