মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়ন করনাই বাজারে দিনব্যাপী এক আনন্দঘন পরিবেশে বাকপ্রতিবন্ধীদের বনভোজন, মতবিনিময় সভা ও কমিটি গঠন সম্পর্ণ হয়েছে।
গত শুক্রবার (১৭ অক্টোবর) সবার সহযোগীতায় এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় বাকপ্রতিবন্ধী রবিউল ইসলাম ও শরিফুল ইসলাম। পীরগঞ্জ, রাণীশংকৈল, সেতাবগঞ্জ ও দিনাজপুরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৫৫ জন বাকপ্রতিবন্ধী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা পরস্পরের সঙ্গে মেলবন্ধনের সুযোগ পেয়ে জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন। তাদের উপস্থিতি ও উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থলটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে। দিনের কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা হাটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে একত্রে নামাজ আদায় করেন, এরপর সবার জন্য পরিবেশন করা হয় দুপুরের খাবার।
আয়োজকরা জানান, “সমাজের এই বিশেষ মানুষদের মাঝে হাসি ও আনন্দ ছড়িয়ে দিতে, এবং তাদের সামাজিক অংশগ্রহণ বাড়াতে এ আয়োজন করেছি। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন কর্মসূচি চালিয়ে যেতে চাই।”
স্থানীয় এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বাকপ্রতিবন্ধী বন্ধুদের উৎসাহ দেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
দিনব্যাপী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন স্থানীয় ব্যবসায়ী সোহেল রানা, আব্দুস সামাদ, জমিরুল ইসলাম, ইউনুস আলী, রুহুল ইসলাম, শিক্ষক শহিদুল ইসলাম, ডা. মমিনুল ইসলাম, রহমত আলীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকপ্রতিবন্ধী বিভিন্ন জেলা উপজেলার মোট ৫৫ জন। তারা হলেন সজিব, রকিব, মিজান, সিয়াম, জুলফিকার, মুনির, পারভেজ, এরশাদ, আনোয়ার, রিপন, হারেজ, সুমন, সেলিম, শাকিল, ইসাহাক, শাকিল, রবিউল, আবদুল আওয়াল, সুদেব প্রমুখ। এই মানবিক আয়োজনটি সবাই স্থানীয় প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।