প্রভাত স্পোর্টস : কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক ও সংবাদমাধ্যম ফোর্বস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন বলা হয়েছে, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথম ফুটবলার হিসেবে বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছেন। যেখানে আল নাসর তারকা পেছনে ফেলেছেন নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওলেন মেসিকে।
এবার ফোর্বস আরও একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে ২০২৫-২৬ মৌসুমে সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়দের তালিকা করা হয়েছে। প্রথম বিলিয়ন ডলারের মালিক রোনালদোও রয়েছে এই তালিকার শীষে। ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকার কর ও এজেন্ট ফি বাদেও এই মৌসুমে ২৮০ মিলিয়ন ডলার আয় করবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ২৩০ মিলিয়ন ডলার মাঠের আয় এবং ৫০ মিলিয়ন ডলার মাঠের বাইরে থেকে আসবে।
গেল এক দশকে ষষ্ঠবারের মতো ফোর্বসের শীষ বেতনভোগী খেলোয়াড়দের তালিকায় সবার ওপরে সিআর-সেভেন। এখনও ২ নম্বরে আছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে ইন্টার মায়ামি তারকার মোট আয় ১৩০ মিলিয়ন ডলার। যার মধ্যে ৭০ মিলিয়ন এসেছে মাঠের বাইর থেকে, বিভিন্ন স্পনসর চুক্তি থেকে।
তৃতীয় স্থানে রয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা। সবমিলিয়ে তার আয় ১০৪ মিলিয়ন ডলার। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন আরেক ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রিয়াল ফরোয়ার্ডের আয় ৯৫ মিলিয়ন ডলার। অন্যদিকে ৮০ মিলিয়ন ডলার আয়ে তালিকার পাঁচ নম্বরে আছেন ম্যানচেস্টার সিটি তারকা আলিং হালান্ড। মৌসুম শেষে এই পাঁচ তারকা আয় করবেন ৫৮৫ মিলিয়ন ডলার।