• বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে জাতীয় পার্টির উপজেলা দিবস পালন এ দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের নাজিরপুরে শ্যামা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর: প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে, প্রশ্ন প্রধান বিচারপতির টেকসই উন্নয়নে ওআইসিভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: রিজওয়ানা হাসান দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: আমীর খসরু মসজিদে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ চায় আমজনতার দল

মসজিদে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ চায় আমজনতার দল

প্রভাত রিপোর্ট / ৯ বার
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

প্রভাত রিপোর্ট: দেশের সব মসজিদে রাজনৈতিক দলের কর্মসূচি নিষিদ্ধের দাবি জানিয়েছে আমজনতার দল। প্রাথমিকভাবে দাবি বাস্তবায়ন না হলে পরে আরও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পুরানা পল্টনে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলের সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, গত কয়েকদিন যাবৎ মসজিদে রাজনৈতিক কর্মী সম্মেলন, রাজনৈতিক দলের উদ্যোগে ধর্মীয় আমলের প্রতিযোগিতা, দলীয় বক্তব্য প্রচারকে কেন্দ্র করে নানা সংঘাতের সৃষ্টি হচ্ছে। আর সংঘাত থেকে রক্তাক্ত হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আমল, কর্মসূচির ফলে মুসল্লিদের মধ্যে সৃষ্ট এমন রাজনৈতিক দ্বন্দ্ব মসজিদে ইবাদতের পরিবেশ নষ্ট করছে। তিনি বলেন, বাংলাদেশ একটি ৯২ শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ, যারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থেকেই ধর্মকর্ম পালন করেন। তারা নিজ নিজ দলে অবস্থান করেই আল্লাহর প্রতি আনুগত্য করে নামজ পড়েন, মসজিদে সবাই মিলিত হন।
মিয়া মশিউজ্জামান বলেন, আমজনতার দল মনে করে মসজিদ হলো আল্লাহর ঘর, ইবাদতের স্থান যা সব রাজনৈতিক মতের মুসলিমের মিলনমেলা। এই স্থানকে কেবল ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা উচিত, রাজনৈতিক উদ্দেশ্যে নয়। এতে মসজিদের পবিত্রতা বজায় থাকে এবং মুসল্লিরা শান্তভাবে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন। ধর্মীয় স্থানকে রাজনীতিমুক্ত রাখলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায়। যখন ধর্মীয় স্থান রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হয়, তখন বিভেদ ও সংঘাতের ঝুঁকি বাড়ে। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ধর্মীয় স্থানকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার মাধ্যমে আমরা একটি ঐক্যবদ্ধ এবং সহনশীল সমাজ গঠন করতে পারি। আমরা সুনির্দিষ্টভাবে সরকারকে মসজিদে রাজনৈতিক বা দলীয় উদ্যোগে কর্মসূচি নিষিদ্ধ করার আহ্বান জানাই। আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি, মসজিদ ও অপরাপর ধর্মীয় স্থানকে তার নিজস্ব মর্যাদা ও পবিত্রতা সহকারে ব্যবহার করুন। রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নির্ধারিত স্থান ব্যবহার করুন। এর মাধ্যমে আমরা সমাজকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ করে তুলতে পারবো। সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক মো. তারেক রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও