মো. বাবুল শেখ, পিরোজপুর: পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বাকসীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও ৩১ দফা কর্মসূচি” জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে প্রচার কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ৬নংওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মহসিন শেখ এর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য মনজুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক জননেতা নজরুল ইসলাম খান, সাবেক সেখমাটিয়া ইউনিয়ন সভাপতি মুজিবর রহমান শেখ, জেলা যুবদলের সদস্য মোঃ মনজুরুল হক, উপজেলা বিএনপির সদস্য মোঃ ফেরদাউছ হাওলাদার, ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মোঃ বদিউজ্জামান, শাখারীকাঠি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লিটন, সাবেক উপজেলা বিএনপি নেতা মোঃ মনির সরদার, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ রুস্তম আলী শেখ,বর্তমান বিএনপির সভাপতি হাফেজ মোঃ ইউনুস ,সাধারণ সম্পাদক মোঃ মহম হোসেন, সাবেক সেখমাটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির মাঝি, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আঃ হালিম মোল্লা, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসমত আলী সিকদার।
এসময় প্রধান অতিথি বলেন, জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব বিরোধ নয় ,কোনো মতানৈক্য থাকবে না, রাষ্ট্র মেরামতের জন্যই এই ৩১ দফা দেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, নাজিরপুর উপজেলার সমস্ত রাস্তা ব্রীজের বেহাল দশার জন্য আওয়ামীলীগের দুর্নীতিবাজ মন্ত্রী নেতারা দায়ী। তাই আমাদের মধ্যে এমন কোনো নেতা যেন দুর্নীতি বাজ না হয় । সে জন্য দলের নেতাকর্মীদের কঠিন দিক নির্দেশনা দেন । দলের কেউ দুর্নীতি করলে সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করতে হবে। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করবো, এলাকার উন্নয়নের জন্য কাজ করবো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা আর্দশের কথা উল্লেখ করে বলেন আমাদের ও এ রকম সৎ সাহস নিয়া জনগনের বিশ্বাস আস্থা অর্জন করেই বিএনপির রাজনীতি করতে হবে। তাহলেই দেশ ও জাতি একটি আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এ সময় আরও বক্তব্য রাখেন, শ্রমিক দলের ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, ছাত্রদলের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব শেখ ,রাজলক্ষি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সৌরভ মিনা, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আইয়াদুল বেপারী , মৎস্যজীবী ইউনিয়ন প্রতিনিধি মোঃ শাহআলম সিকদার।
কৃষকদলের সভাপতি মোঃ কাওছার হোসেন ,৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজমির হোসেন সহ প্রমুখ। এরপর তারা ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।