• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গায়ের জোরে জুলাই সনদ সংশোধন করা হয়েছে : মান্না মিরপুরে ১০৫ ভরি সোনা ও ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ সমস্যা সমাধান করে নির্বাচনের পথে এগোন : অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল তেলেঙ্গানা রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহাম্মদ আজহারউদ্দিন তানজানিয়ায় নির্বাচন ঘিরে তিন দিনের বিক্ষোভে প্রায় ৭০০ জন নিহত ‘আমি খুব রাগ এবং বিরক্ত : আঁখি আলমগীর বাসে পোশাক নিয়ে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেপ্তার অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ-কর্মীকে হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে হত্যা

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ

প্রভাত রিপোর্ট / ৮ বার
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

প্রভাত স্পোর্টস: সিরিজের শেষ ম্যাচেও ভাগ্য বদলাতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা। তাতে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে লিটন দাসের দল। ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৬.৫ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে।

ফিফটি করা চেজ-অগাস্টকে ফেরালেন রিশাদ

৫২ রানে তৃতীয় উইকেট পতনের পর বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা কেড়ে নেন মূলত রোস্টন চেজ ও আকিম অগাস্ট। তাদের ঝড়ো জুটিতেই ম্যাচটা শেষের পথে চলে আসে। ৪৬ বলে এই জুটিতে যোগ হয় ৯১ রান। ১৫.১ ওভারে চেজকে বোল্ড করে জুটি ভেঙেছেন রিশাদ হোসেন। তার আগে চেজ তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। শেষ পর্যন্ত ২৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫০ রানেই থেমেছেন এই ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক। একই ওভারের তৃতীয় বলে রিশাদের তৃতীয় শিকারে পরিণত হন আকিম অগাস্টও। তিনিও পঞ্চাশ পার হওয়ার পর ক্যাচ তুলে সাজঘরে ফিরেছেন। অগাস্ট অবশ্য ২৪ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়েছেন এই ম্যাচে। তার ২৫ বলের ইনিংসে ছিল ১টি চার ও ৫টি ছক্কা।

জাঙ্গুকে ফেরালেন রিশাদ

শুরু থেকে চড়াও হয়ে খেলছিলেন ওপেনার আমির জাঙ্গু। তার ব্যাটিং স্কোরবোর্ড সচল রাখছিল। ৭.৩ ওভারে জাঙ্গুকে এলবিডাব্লিউতে থামিয়েছেন রিশাদ হোসেন। জাঙ্গু রিভিউ নিয়েও রক্ষা পাননি। তার ২৩ বলে খেলা ৩৪ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়।

পাওয়ার প্লেতেই ক্যারিবিয়ানদের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

পাওয়ার প্লেতে খুব বেশি সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে যোগ করেছে ৩৭ রান। তৃতীয় ওভারেই ওপেনার আলিক আথানেজকে ১ রানে স্টাম্পড করান শেখ মেহেদী। তার পর চড়াও হন আমির জাঙ্গু। পঞ্চম ওভারে তাসকিনের বলেই তুলেছেন ১৮ রান! ষষ্ঠ ওভারে ব্র্যান্ডন কিংকে (৮) ফেরান নাসুম। তাতে ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারায় ক্যারিবিয়ানরা।

তানজিদের ব্যাটে ১৫১ রানে থামলো বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে ওয়েস্ট ইন্ডিজকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে টস জিতে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রানে থেমেছে তারা। শুরু থেকে এক তানজিদ তামিমই বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন। এক পর্যায়ে স্কোর ছিল ১৪.৪ ওভারে ৩ উইকেটে ১০৭ রান। সাইফ ভালো শুরু পেয়েও সেটা লম্বা করতে পারেননি। তার পর শুরু হয় ব্যাটারদের বড় শট খেলে আসা-যাওয়ার মিছিল। যার কারণে বাকিরা ডাবল ডিজিটেও যেতে পারেননি। তানজিদ সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও শেষ ওভারের প্রথম বলে ৮৯ রানে ফিরেছেন। তাসকিন শেষ ওভারে ছক্কা মারাতে স্কোর দেড়শ পার হয়েছে। ক্যারিবিয়ান পেসার রোমারিও শেফার্ড ৩৬ রানে নেন ৩টি উইকেট। ২৩ রানে দুটি নেন খ্যারি পিয়েরে। ৩২ রানে জেসন হোল্ডারও দুটি শিকার করেছেন। একটি করে নিয়েছেন আকিল হোসেন ও রোস্টন চেজ।

৮৯ রানে থামলেন তানজিদ, পরের বলে আউট শরিফুলও

শুরু থেকে এক তানজিদ তামিমই বাংলাদেশের স্কোর সচল রাখছিলেন। কিন্তু শেষ দিকে কুলিয়ে উঠতে পারছিলেন না। শেষ ওভারে তাকে ৮৯ রানে থামিয়েছেন শেফার্ড। তার ৬২ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছয়। পরের বলে নতুন ব্যাটার শরিফুলও বোল্ড হলে নবম উইকেটের পতন ঘটে। তাতে হ্যাটট্রিকও হয়ে যায় শেফার্ডের। কারণ নিজের সর্বশেষ ওভারের শেষ বলে নুরুল হাসানকে ফিরিয়েছেন তিনি। সেটা ছিল ১৭তম ওভারের শেষ বল।

জাকের আলী ফিরলেন ৫ রানে

নতুন ব্যাটার জাকের আলী ৩ বলে একটি বাউন্ডারি মেরে সাজঘরে ফিরেছেন ১৯তম ওভারের শেষ বলে। তাতে ১৪২ রানে সপ্তম উইকেট হারায় স্বাগতিক দল।

নাসুমের আউটে পড়লো ষষ্ঠ উইকেট

সর্বশেষ তিন ওভারেই রান বাড়িয়ে নেওয়ার তাড়ায় শেষ বলে উইকেট বিলিয়েছে বাংলাদেশ। ১৮তম ওভারের শেষ বলে নাসুমও ১ রানে ক্যাচ তুলে ফিরেছেন। বাংলাদেশ ১৩৩ রানে হারায় তাদের ষষ্ঠ উইকেট।

নুরুল হাসানও ব্যর্থ

রিশাদের পর নুরুল হাসান নেমেও স্কোর বাড়াতে ব্যর্থ হয়েছেন। ১ রানে শেফার্ডের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তাতে বাংলাদেশ ১২৬ রানে হারায় পঞ্চম উইকেট।

৩ রানে ফিরলেন রিশাদ

ডেথে রান বাড়িয়ে নিতে প্রমোশন পেয়ে খেলতে নেমেছিলেন রিশাদ হোসেন। কিন্তু তেমন কিছুই করতে পারলেন না তিনি। ১৬তম ওভারে খ্যারি পিয়েরের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন ৩ রানে। বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ১১৮ রানে।

৬৩ রানের জুটি ভাঙলো সাইফের বিদায়ে

শুরু থেকে প্রান্ত আগলে চড়াও হয়ে খেলছিলেন তানজিদ হাসান। তাকে সঙ্গ দিচ্ছিলেন সাইফ। ৪৩ বলে ৬৩ রান যোগ করেন তারা। তাদের ব্যাটেই ১৫তম ওভারে স্কোর একশ ছাড়ায়। কিন্তু ১৪.৪ ওভারে হোল্ডারের বলে ছক্কা মারার পরের বলেই ২৩ রানে কাটা পড়েন সাইফ। তাতে ভাঙে তৃতীয় উইকেটের দুর্দান্ত জুটি। সাইফের ইনিংসটি অবশ্য টি-টোয়েন্টি সুলভ ছিল না। ২২ বলের ইনিংসে ছিল ২টি ছক্কা।

লিটনের আউটের পর তানজিদের ফিফটি

শুরুর জুটি ভাঙার পর তানজিদ তামিমই চড়াও হয়ে খেলেছেন। লিটন শুধু সঙ্গ দিচ্ছিলেন তাকে। ৭.৩ ওভারে মেরে খেলতে গিয়ে ৯ বলে ৬ রানে পিয়েরের বলে কাটা পড়েন বাংলাদেশ অধিনায়ক। তবে তার বিদায়ে প্রভাব পড়তে দেননি ওপেনার তানজিদ। ক্যারিবিয়ানদের ওপর চড়াও হয়ে ৩৬ বলে তুলে নিয়েছেন দশম ফিফটি। তার ব্যাটেই ১১ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৭৯।

পাওয়ার প্লেতে বাংলাদেশের ৪০

পাওয়ার প্লের ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এই সময় ২.৪ ওভারে তানজিদ তামিম অবশ্য একবার ক্যাচ দিয়েও বেঁচেছেন। পঞ্চম ওভারে হোল্ডারের বলে এলবিডাব্লিউর আবেদন উঠলে আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। তানজিদ রিভিউ নিয়ে বেঁচেছেন।

আক্রমণে এসেই পারভেজকে ফেরালেন চেজ

টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালোই ব্যাট করছিলেন দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান তামিম। ৩ ওভারে ২২ রান তুলেছিলেন তারা। কিন্তু রোস্টন চেজ চতুর্থ ওভারে প্রথমবার আক্রমণে এসেই প্রথম বলে তুলে নিয়েছেন পারভেজের উইকেট। এই ওপেনার ক্যাচ তুলে ফিরেছেন ৯ রানে। পারভেজের ১০ বলের ইনিংসে ছিল ১টি ছয়।

চার পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে এই প্রথম টস জিতেছে স্বাগতিকরা। শুরুতে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক লিটন দাস। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ এরই মধ্যে নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা।

একাদশে কারা

আগের ম্যাচ থেকে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। তাদের জায়গায় এসেছেন নুরুল হাসান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশেও পরিবর্তন আছে তিনটি। শাই হোপ, শেরফানে রাদারফোর্ড ও জেইডেন সিলসকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গায় এসেছেন আমির জাঙ্গু, গুডাকেশ মোটি ও আকিম অগাস্ট।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, জাকের আলী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ড কিং, আলিক আথানেজ, আকিম অগাস্ট, রোস্টন চেজ (অধিনায়ক), আমির জাঙ্গু (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, গুডাকেশ মোটি, রোমারিও শেফার্ড, আকিল হোসেন ও খ্যারি পিয়েরে।

তৃতীয় টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১৬.৫ ওভারে ১৫২/৫ ( পাওয়েল ৫*, মোটি ৩*; আথানেজ ১, কিং ৮, জাঙ্গু ৩৪), চেজ ৫০, অগাস্ট ৫০)
বাংলাদেশ ২০ ওভারে ১৫১/১০ ( মেহেদী ০*; পারভেজ ৯, লিটন ৬, সাইফ ২৩, রিশাদ ৩, নুরুল ১, নাসুম ১, জাকের ৫, তানজিদ ৮৯, শরিফুল ০, তাসকিন ৯)


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও