প্রভাত সংবাদদাতা, লালমনিরহাট : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। শুক্রবার রাতে ও দিনে পরিচালিত অভিযানে বিজিবি সদস্যরা ভারতীয় ইস্কাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ একটি ইজিবাইক উদ্ধার করেন।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রামখানা বিওপি এবং শিংঝাড় বিওপি’র আওতাধীন এলাকায় পৃথক দুইটি অভিযানে বিজিবি টহলদল চোরাকারবারীদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে তারা মাদকসহ পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ১৬০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩১ হাজার ৬০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।