প্রভাত রিপোর্ট: অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। গত ২৮ জানুয়ারি সরকারের জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে বুধবার (৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। ২৪তম দিনে চলছে তাদের কর্মসূচি। এতে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম। সঞ্চালনায় ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকার ঘোষণা দিয়েও আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয়। সরকারি বিধি অনুযায়ী ইবতেদায়ী মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আসছে। ১৯৯৪ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো অনুদানভুক্ত হওয়ার কথা থাকলেও মাত্র ১ হাজার ৫১৯টি মাদ্রাসা অনুদানভুক্ত হয়। সেই থেকে স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর সঙ্গে যে বৈষম্য হচ্ছে তা বর্তমানেও চলমান। বৈষম্য নিরসন করতে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো এমপিওর গণবিজ্ঞপ্তি জারি করতে হবে। অন্যথায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। নেতারা জানান, তাদের অবস্থান ধর্মঘটের সঙ্গে সংহতি ও সমর্থন করে শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।