প্রভাত স্পোর্টস : যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। এই উদ্বোধনী ম্যাচে থাকবেন না মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। তার না থাকার পেছনের কারণটি শুনলে খুশি হতে পারেন যেকোনো ফুটবলপ্রেমীই।
মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছেন, নিজের প্রিমিয়াম টিকিটটি তিনি কোনো বাচ্চা মেয়ে কিংবা নারী ফুটবলপ্রেমীকে দেবেন। এমন কেউ, যার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখার সামর্থ্য নেই।
সোমবার (১০ নভেম্বর) সংবাদ সম্মেলনে ক্লদিয়া শেনবাউম বলেন, ‘আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট আমি কোনো বাচ্চা মেয়ে বা নারীকে দেব, যে ফুটবল ভালোবাসে এবং ওখানে যাওয়ার সুযোগ নেই।’
গত আগস্টে বিশ্বকাপের প্রস্তুতি দেখতে মেক্সিকোতে গিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ক্লদিয়া শেনবাউম তখন জানিয়েছিলেন, বিশ্বকাপের টিকিট তিনি ব্যবহার করবেন না। এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন, উদ্বোধনী ম্যাচে নিজের ০০০০১ নম্বর টিকিটটি কাউকে উপহার দেবেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা কীভাবে বেছে নেব, সেই সিদ্ধান্ত নিচ্ছি। তবে ০০০০১ নম্বর টিকিটটি আমি কোনো মেয়েকে দিয়ে দেব, যে ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে পারে।’