• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
ইতিহাসে স্বৈরশাসকদের শেষ পরিণতি কী হয়েছিল হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার নিয়ে যা বললো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক ৬৭৮ কোটি মানিলন্ডারিংয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা পীরগঞ্জে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের পর আর্থিক জরিমানা ও ড্রেজার আটক শীতে খুশকি দূর হবে ৩ ঘরোয়া উপাদানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশি আটক কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) ফোরামে যোগ দিল ব্র্যাক ইউনিভার্সিটি তিতুমীর কলেজ ও আমতলীতে ককটেল বিস্ফোরণ, মেরুল বাড্ডায় বাসে আগুন শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ

‘বিকেএসপির স্কলারশিপ’ পাচ্ছে চাঁদপুরের খুদে ফুটবলার সোহান

প্রভাত রিপোর্ট / ২৪ বার
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

প্রভাত স্পোর্টস : চাঁদপুরের ৬ বছরের বিস্ময়বালক সোহান। ইতিমধ্যে ফুটবলের বিভিন্ন স্কিল দেখিয়ে মুগ্ধ করেছে অনেককে। এবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ডাক পেতে যাচ্ছে এই খুদে ফুটবলার। সেখানে সোহানকে পূর্ণ বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান ক্রীড়া উপদেষ্টা। পোস্টে আসিফ মাহমুদ জানিয়েছেন, সোহানকে বিকেএসপিতে রেখে ভবিষ্যৎ ফুটবলার হিসেবে গড়ে তোলা হবে।
মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের বাসিন্দা সোহেল প্রধানিয়ার একমাত্র ছেলে সোহান প্রধানিয়া। সোহেল এলাকাটিতে সাইকেল মেরামতের কাজ করেন। আর শিশু সোহান বর্তমানে পাঁচআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ছে।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এই পোস্টে মতলবের ক্রীড়াঙ্গন সহ সকল শ্রেণী পেশার মানুষের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা দিয়েছে। সোহানের বাবা সোহেল প্রধানিয়া আনন্দে কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ তা’আলা মনে হয় আমার ডাক শুনছে। আমি গরিব মানুষ, তবুও আমি আমার চেষ্টা থামাই নাই। সোহানরে তারেক রহমান সাহায্য করতেছে, আমাদের ইউএনও ম্যাডামও সাহায্য করতেছে। বর্তমান ক্রীড়া উপদেষ্টার দয়ায় আমার ছেলের স্বপ্ন পূরণ হইতে যাইতাছে। সবাই দোয়া করবেন আমার ছেলে যেন বাংলাদেশের ফুটবলের জন্য কিছু করতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনি জানান, অসম্ভব প্রতিভা সম্পন্ন খুদে এই মেসির জন্য আমরা সব ধরনের চেষ্টাই অব্যাহত রেখেছি। নগদ অর্থ সহায়তা, ক্রীড়া সরঞ্জাম ও নিয়মিত প্র্যাকটিসের জন্য স্থানীয় প্রশিক্ষকের ব্যবস্থা করেছি। অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও প্রতিশ্রুতি দিয়েছেন সোহানের পাশে থাকার। ৭ বছর বয়সে বিকেএসপিতে ভর্তির আগ পর্যন্তও সোহানকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা ও ক্রীড়া সামগ্রী দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও