• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
এপস্টেইন-সম্পর্কিত নথি প্রকাশের বিলে কংগ্রেসের অনুমোদন রহস্যময় ফ্লাইটে চেপে দক্ষিণ আফ্রিকায় গেলেন কয়েক শ ফিলিস্তিনি, কিন্তু কীভাবে ইতিহাসে স্বৈরশাসকদের শেষ পরিণতি কী হয়েছিল হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার নিয়ে যা বললো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক ৬৭৮ কোটি মানিলন্ডারিংয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা পীরগঞ্জে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের পর আর্থিক জরিমানা ও ড্রেজার আটক শীতে খুশকি দূর হবে ৩ ঘরোয়া উপাদানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশি আটক কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) ফোরামে যোগ দিল ব্র্যাক ইউনিভার্সিটি
আন্তর্জাতিক ফুটবলে প্রথম লাল কার্ড রোনালদোর

আয়ারল্যান্ডের কাছে ২-০ গোলে হারলো পর্তুগাল

প্রভাত রিপোর্ট / ২৩ বার
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

প্রভাত স্পোর্টস : এক রাতে অপ্রত্যাশিত অনেক ঘটনাই ঘটলো। বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নেমে আন্তর্জাতিক ফুটবলে প্রথমবার লাল কার্ড দেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার লাল কার্ডের দিন আয়ারল্যান্ডের কাছে ২-০ গোলে অপ্রত্যাশিত হারও দেখেছে পর্তুগাল। তাতে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে পর্তুগিজদের। তবে আইরিশদের এই জয়ে ক্ষীণ আশা বেঁচে রয়েছে।
এক দশক ধরে বড় কোনও টুর্নামেন্টে কোয়ালিফাই করা হয়নি আয়ারল্যান্ডের। সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল ২০০২ সালে। বাঁচা-মরার ম্যাচে অন্তত এক পয়েন্ট পেলেই টিকে থাকতো তাদের আশা। কিন্তু পর্তুগালের বিপক্ষে জয়ে তারা শুধু টিকেই থাকল না। প্রথমার্ধে ট্রয় প্যারটের জোড়া গোল দলটিকে দিয়েছে সাম্প্রতিক সময়ের সেরা পারফরম্যান্সের স্বাদও।
এখন প্লে-অফে উঠতে রবিবার বুদাপেস্টে জিততেই হবে আয়ারল্যান্ডকে। কারণ দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরি আর্মেনিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে অবস্থান মজবুত করেছে। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে জায়গা করে নিতো পর্তুগাল। সেটা হয়নি দেখে এখন ঘরের মাঠে তলানিতে থাকা আর্মেনিয়ার সঙ্গে ড্র করলে বিশ্বকাপে জায়গা করে নেবে তারা। কিন্তু পর্তুগালকে সেটা করতে হবে রোনালদোকে ছাড়াই। কারণ, আয়ারল্যান্ডের ডিফেন্ডার দারা ও’শের পিঠে কনুই দিয়ে আঘাত করে শুরুতে হলুদ কার্ড পেলেও ভিডিও রিভিউর পর সেটা হয়ে যায় তার পর্তুগাল ক্যারিয়ারের প্রথম লাল কার্ড। তাও আবার সেটা ঘটেছে ২২৬তম আন্তর্জাতিক ম্যাচে।
লিসবনে গত মাসেই টানা সপ্তম বিশ্বকাপ নিশ্চিত করার পথে ছিল পর্তুগাল। সেটা হয়নি যোগ করা সময়ে হাঙ্গেরি সমতায় চলে আসায়। এই ম্যাচেও তারা ১৭ মিনিটে পিছিয়ে পড়ে। জাল কাঁপান প্যারট।
চিডোজি ওগবেনের শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়ত। বিরতির ঠিক আগে স্ট্রাইকার প্যারট আবারও দারুণ ফিনিশিংয়ে জালে বল পাঠান।
রোনালদোকে ঘণ্টা পার হতে না হতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। তখন ব্যঙ্গ করে সমর্থকদের প্রতি হাততালিও দেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও