• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
এপস্টেইন-সম্পর্কিত নথি প্রকাশের বিলে কংগ্রেসের অনুমোদন রহস্যময় ফ্লাইটে চেপে দক্ষিণ আফ্রিকায় গেলেন কয়েক শ ফিলিস্তিনি, কিন্তু কীভাবে ইতিহাসে স্বৈরশাসকদের শেষ পরিণতি কী হয়েছিল হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার নিয়ে যা বললো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক ৬৭৮ কোটি মানিলন্ডারিংয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা পীরগঞ্জে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের পর আর্থিক জরিমানা ও ড্রেজার আটক শীতে খুশকি দূর হবে ৩ ঘরোয়া উপাদানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশি আটক কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) ফোরামে যোগ দিল ব্র্যাক ইউনিভার্সিটি

এমবাপ্পের ৪০০, বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স

প্রভাত রিপোর্ট / ২৮ বার
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

প্রভাত স্পোর্টস : ২৬ বছর বয়সেই ক্লাব ও দেশের হয়ে সব মিলিয়ে ৪০০ গোল। ভাবা যায়! ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসিও এই বয়সে চার শ গোলের দেখা পাননি। যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’–এর মতে, ২৬ বছর বয়সে ৪৭১ ম্যাচ খেলে রোনালদোর গোলসংখ্যা ছিল ২১৩। একই বয়সে মেসির গোলসংখ্যা ছিল ৪৬১ ম্যাচে ৩৪৮টি। এমবাপ্পের সেখানে ছাব্বিশেই ৫৩৭ ম্যাচে হয়ে গেল ৪০০ গোল!
বিশ্বকাপ বাছাইয়ে গতকাল রাতে পার্ক দে প্রিন্সেসে ইউক্রেনের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে ফ্রান্স। এই জয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল গতবারের রানার্স আপরা। ম্যাচের ৫৫ ও ৮৩ মিনিটে দুটি গোল করে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে ৪০০ গোলের দেখা পান ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের হয়ে অন্য দুটি গোল মাইকেল ওলিসে ও হুগো একিতেকের। ‘পানেনকা’ পেনাল্টি শটে ম্যাচের প্রথম গোলটি করেন এমবাপ্পে। পরের গোলটি করেন চিপ করে। এ মৌসুমে দেশ ও ক্লাবের হয়ে ২০ ম্যাচে ২৩তম গোল তুলে নিলেন এমবাপ্পে। দ্বিতীয় গোলটি ছিল পেশাদার ক্যারিয়ারে তাঁর ৪০০তম গোল। ম্যাচ শুরুর আগে ২০১৫ সালে প্যারিস হামলায় হতাহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে দুই দল।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আইসল্যান্ডের চেয়ে ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে দিদিয়ের দেশমের দল। এই গ্রুপ থেকে অন্য ম্যাচে আজারবাইজানকে ২-০ গোলে হারায় আইসল্যান্ড। আগামী রোববার ইউক্রেন-আইসল্যান্ড ম্যাচে মার্চে প্লে অফে খেলবে কোন দল।
জয়ের পর ফ্রান্সের টিভি নেটওয়ার্ক ‘টিএফ১’কে এমবাপ্পে বলেছেন, ‘৪০০…লোকে এটায় প্রভাবিত হয় না। মানুষকে চমকে দিতে হলে আরও ৪০০ গোল করতে হবে। ক্রিস্টিয়ানো রোনালদোর ১০০০ গোল? অবাস্তব বিষয়। কিন্তু সেটিই চেষ্টা করে দেখা যাক। এই চেষ্টাটা করতে হবে, একটাই ক্যারিয়ার!’
চিসিনাওয়ের জিমব্রু স্টেডিয়ামে ‘আই’ গ্রুপ থেকে স্বাগতিক মলদোভাকে ২-০ গোলে হারিয়েছে আগেই প্লে অফ নিশ্চিত করা ইতালি। জিয়ানলুকা মানচিনি ও পিও এসপিসোতো ইতালির হয়ে গোল দুটি করেন। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপে দ্বিতীয় ইতালি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা নরওয়ে অসলোয় এস্তোনিয়াকে ৪-১ গোলে হারায়। জোড়া গোল করেন নরওয়ে স্ট্রাইকার আর্লিং হলান্ড। ২৮ বছর পর বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত হয়ে গেছে নরওয়ের। গোল ব্যবধানে ইতালির (‍+১২) চেয়ে বেশ বড় ব্যবধানে এগিয়ে নরওয়ে (‍+২৯)। আগামী রোববার মিলানে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও ইতালি। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে অন্য ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা ইংল্যান্ড।
আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গতকাল রাতে গ্যাবনের বিপক্ষে নাইজেরিয়ার ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেন তারকা স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। রাবাতে অন্য ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারায় গণপ্রজাতন্ত্রী কঙ্গো। আগামী রোববার রাবাতে কঙ্গোর মুখোমুখি হবে নাইজেরিয়া। এ ম্যাচে জয়ী দল আগামী মার্চে প্লে অফে উন্নীত হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও