প্রভাত বিনোদন: মার্কিন পপ তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির বাগ্দানের পর থেকেই ভক্তরা অপেক্ষা আছেন বিয়ের খবরের। অবশেষে সেই জল্পনার ইতি হলো। জানা গেছে, ২০২৬ সালের গ্রীষ্মেই বিয়ের প্রস্তুতি শুরু করেছেন এ তারকা জুটি।
গায়িকার সূত্রের বরাত দিয়ে ইউএস সান জানিয়েছে, শুরুতে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা থাকলেও তা থেকে সরে এসেছেন তারা।
পরিবর্তে সুইফট নিজের ১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ডের বিলাসবহুল বাড়িকেই বিয়ের ভেন্যু হিসেবে সাজাচ্ছেন। ইতিমধ্যে বাড়ির আঙিনায় নতুন করে বাগান তৈরি ও পরিমার্জনের কাজ শুরু হয়েছে।
সূত্র বলছে, সুইফট চান তার বিয়ের অনুষ্ঠান ফুলে ফুলে ভরে উঠুক। অতিথিদের জন্য লাল গোলাপের তোড়া উপহার দেওয়ার পরিকল্পনাও করেছেন গ্র্যামিজয়ী এই পপ আইকন।
একজন ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘ছোটবেলা থেকেই টেইলর স্বপ্ন দেখতেন ফুলের সমুদ্রে নিজের বিয়ে করার। বিয়ের প্রস্তুতি আরও পরিণতি পেয়েছে ব্রাইডসমেড বাছাইয়ের মধ্য দিয়ে। দীর্ঘদিনের বন্ধু সেলেনা গোমেজ ও জিজি হাদিদকে ব্রাইডসমেড হিসেবে নির্ধারণ করেছেন সুইফট। শুরুতে সীমিত পরিসরে আয়োজনের কথা ভাবলেও এখন তা বদলে বড়সড় অনুষ্ঠানের দিকে ঝুঁকেছেন তিনি। জানা গেছে, অন্তত ৩০০ অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
সুইফটের ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘সুইফট আয়োজন নিয়ে দ্বিধায় ছিলেন। তবে শেষ পর্যন্ত বুঝেছেন, জীবনের এমন বড় মুহূর্ত ছোট করে উদ্যাপন করার কোনো মানে নেই।’