• বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ট্রাফিক সার্জেন্টদের হাতে তাৎক্ষণিক জরিমানার নতুন ক্ষমতা শাহবাগে বিসিএস প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫ আফগানিস্তানের হুমকির পর হামলার অভিযোগ অস্বীকার করলো পাকিস্তান লটারির মাধ্যমে এসপি বদলি ভালো পদ্ধতি হতে পারে না : নজরুল ইসলাম খান ১০ম গ্রেড বাস্তবায়নে ৯৬ ঘণ্টার আলটিমেটাম টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান কাল ‘লং মার্চ টু সচিবালয়’ করবে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা ভূমিকম্প আতঙ্কে সাত দিনের জন্য বন্ধ বিএমইউর আবাসিক হল অপরিকল্পিত উন্নয়নের কারণে দেশের কৃষিজমি দ্রুত কমে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা এই সরকার চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি করতে পারে না: কায়সার কামাল

লটারির মাধ্যমে এসপি বদলি ভালো পদ্ধতি হতে পারে না : নজরুল ইসলাম খান

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলি একটি রাজনৈতিক দলের দাবি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পুলিশ সুপার (এসপি) বদলিতে লটারি একটি ভালো পদ্ধতি হতে পারে না। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লা, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়ার উপস্থিত ছিলেন।
পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলির বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, এটি একটি রাজনৈতিক দলের দাবি। আমি মনে করি লটারি একটি ভালো পদ্ধতি হতে পারে না। কারণ সবার বিশেষ বিশেষ যোগ্যতা থাকে এবং লটারির মাধ্যমে দায়িত্ব দিলে তা ভালো ফল নাও দিতে পারে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। লটারিতে এসপি বদলির বিষয়টি আমার ব্যক্তিগত মতো। সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ ভিন্ন ভিন্ন দায়িত্ব পান যোগ্যতার ভিত্তিতে। তাই এই বিষয়টি নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে। তিনি বলেন, গণভোট নিয়েও আলোচনা হয়েছে, তবে আমাদের মতে এটি নতুন কিছু নয়। গণভোট আইন আজ পাস হয়েছে। তাই নির্বাচনের সঙ্গে গণভোট হওয়ার বিষয়ে নতুন কোনো বিতর্ক নেই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও