• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
১৪ বছর পর নির্বাচনী মাঠে সালাহউদ্দিন—চকরিয়া-পেকুয়ায় উৎসবমুখর পরিবেশ সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিব হলেন হাবিবুর রহমান দেড় ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন ড. মোহাম্মদ আইয়ুব মিয়া জুলাই শহীদ পরিবারের জন্য ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পসহ ১৮ প্রকল্প অনুমোদন বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান, চূড়ান্ত সিদ্ধান্ত গ্লোবাল সোর্সিং এক্সপো সময়োপযোগী ও ভবিষ্যতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২ টাকা সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ইমরান খানের ছেলে বললেন, ‘বাবা বেঁচে আছেন কি না জানি না’

ম্যারাডোনার হৃৎপিণ্ড এখনো পুলিশের জিম্মায়, আছে পাহারায়

প্রভাত রিপোর্ট / ১১ বার
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

প্রভাত স্পোর্টস : পাঁচ বছর হয়ে গেছে পৃথিবী ছেড়ে গেছেন ডিয়েগো ম্যারাডোনা। ২০২০ সালের ২৫ নভেম্বর সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। ম্যারাডোনার মৃত্যু খুলে দেয় এক অস্বস্তিকর অধ্যায়ও। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে সমাহিত করা হয় তাঁর দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছাড়াই।
ময়নাতদন্তের জন্য তাঁর হৃদ্‌যন্ত্রসহ যকৃৎ, কিডনির মতো আরও কিছু অঙ্গ বের করে নেওয়া হয়েছিল মৃত্যুর কারণ নির্ণয়ের অংশ হিসেবে। এর মধ্যে ম্যারাডোনার হৃৎপিণ্ড এখনো পুলিশের জিম্মায়।
দিয়ারিও এএসের প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার বুয়েনস এইরেস প্রাদেশিক পুলিশের প্যাথলজি দপ্তরে ফরমালিনে সংরক্ষিত অবস্থায় রাখা আছে অঙ্গটি। এর ওজন ছিল ৫০৩ গ্রাম, যা স্বাভাবিক একটি হৃৎপিণ্ডের প্রায় দ্বিগুণ। আগের বেশ কয়েকটি মাইক্রো-ইনফার্কশনের (রক্ত চলাচল ব্যাহত হওয়া মৃত কোষ) দাগও ছিল তাতে। তদন্তে অঙ্গটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হয়েছিল।
হৃৎপিণ্ডের প্রতীকী গুরুত্বের কারণেই বাড়ানো হয় নিরাপত্তা। আর্জেন্টিনার বিচার বিভাগীয় নথিতে উল্লেখ আছে—কিছু গোষ্ঠী এটিকে স্মারক হিসেবে চুরি করার পরিকল্পনা করেছিল। তখনই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ম্যারাডোনার মরদেহের সঙ্গে হৃদ্‌যন্ত্রটি সমাহিত করা হবে না।
বর্তমান সংরক্ষণ প্রটোকল অনুযায়ী, কমপক্ষে ১০ বছর অঙ্গটি পুলিশের সুরক্ষায় রাখতে হবে। এরপর পরিবারের মতামত, আদালতের নির্দেশনা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে—হৃদ্‌যন্ত্রটি শেষ পর্যন্ত ম্যারাডোনার কবরেই রাখা হবে কি না। ম্যারাডোনার সমাধি বুয়েনস এইরেসের হারদিন বেয়া ভিস্তা সমাধিক্ষেত্রে মা–বাবার পাশে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও