• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় চলন্ত বাসে আগুন এভারকেয়ারে নেওয়া হচ্ছে হাদিকে: ঢামেক পরিচালক হাদিকে গুলি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ওসমান হাদিকে গুলি: অভিযুক্তদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান মাত্র আট হাজার টাকা চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে হত্যা করা গ্রেপ্তার যুবক সব মানুষ বিএনপির পতাকাতলে আশ্রয় নিতে পারবে : সালাহউদ্দিন ভেপ-ইসিগারেটে লুকানো নতুন মাদক এমডিএমবি : চক্রসহ বড় চালান জব্দ আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো: হাসনাত ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’: ঢাকা মেডিকেলের পরিচালকের দপ্তর হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

হোমনায় অটোরিকশা চালককে গলাকেটে হত্যা

প্রভাত রিপোর্ট / ৮ বার
আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

মেহেদী হাসান, হোমনা: কুমিল্লার হোমনায় অটোরিকশা চালক শান্ত চন্দ্র দাসকে (১৮) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে হোমনা পৌরসভার কারারকান্দি বাহের খোলা এলাকার একটি ভুট্টা জমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শান্ত বিজয়নগর গ্রামের গ্রামপুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।
শান্তর বাবা অরুণ চন্দ্র দাস জানান, শান্ত অটোরিকশা চালিয়ে পরিবারকে সাহায্য করতেন। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে খুন করা হয়েছে বলে তাদের ধারণা। তিনি তার ছেলের খুনের উপযুক্ত বিচার দাবি করেন।
নিহতের বড় ভাই অন্তু চন্দ্র দাস বলেন, শান্ত বৃহস্পতিবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত আটটার দিকে তার মোবাইল বন্ধ পেয়ে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে থানায় গিয়ে জানতে পারেন কারারকান্দিতে একটি গলাকাটা লাশ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে লাশ দেখে শান্তকে সনাক্ত করেন। তিনি বলেন, আমার ভাইকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ও বিস্তারিত তদন্তে প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও