• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
তারেক রহমানের প্রত্যাবর্তন, সাতটি ট্রেন ভাড়া নিচ্ছে বিএনপি সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসেম্বরে ১৭ দিনেই রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার সংসারে ভাঙন আর হুমকি-সাইবার বুলিংয়ে বিষণ্নতায় ভুগছিলেন জান্নাতারা রুমী জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব দেয়নি: প্রধান বিচারপতি দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে: বাবর জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, গায়েবানা জানাজা শুক্রবার তারেক রহমানের ফিরে আসা স্মরণীয় করে রাখার উদ্যোগ

চার পেনাল্টি ঠেকিয়ে পিএসজি জিতলো প্রথম বৈশ্বিক শিরোপা

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

প্রভাত স্পোর্টস: মাতভেই সাফোনভের বীরত্বে বুধবার রাতে ইন্টারকন্টিনেন্টাল কাপ শিরোপা জিতেছে পিএসজি। কাতারের দোহায় ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচ ১–১ সমতায় ছিল। এরপর টাইব্রেকারের ২–১ গোলে বাজিমাত করে পিএসজি। পেনাল্টি শুটআউটে পিএসজির হয়ে একাই চারটি শট ঠেকিয়ে দিয়ে জয়ের নায়ক হয়েছেন গোলকিপার সাফোনভ।
সাফোনভের বীরত্বই ম্যাচে পার্থক্য গড়ে দিয়ে শিরোপা এনে দিয়েছে পিএসজিকে। পাশাপাশি এ জয়ের ফলে ২০২৫ সালে পিএসজির কেবিনেটে যোগ হলো ষষ্ঠ ট্রফি। এর আগে ফরাসি সুপার কাপ, ফ্রেঞ্চ লিগ আঁ, ফরাসি কাপ, চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে লুইস এনরিকের দল। আর ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হেরে হতে হয়েছিল রানার্সআপ। এটি পিএসজির প্রথম বৈশ্বিক শিরোপাও।
ম্যাচে ৩৮ মিনিটে খিচা কাভারাস্কেইয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোলে ফ্ল্যামেঙ্গোকে সমতায় ফেরান জর্জিনিও। এরপর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ চলে যায় টাইব্রেকারে। ভাগ্য নির্ধারণের সেই খেলায় শেষ হাসি হেসেছে এনরিকের দলই।
শিরোপা জয়ের পর পিএসজি তারকা ভিতিনিয়া বলেছেন তাঁদের দল পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে মাঠে নেমেছিল। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ উতরে যেতে পেরে দারুণ আনন্দিত ভিতিনিয়া, ‘ফ্ল্যামেঙ্গো একটি দুর্দান্ত, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আমি জানি যে প্রশংসা এখানে বিশেষ অর্থ বহন করবে না। কারণ, তারা জিততে চেয়েছিল, যেমনটা আমরা চেয়েছিলাম। এ ম্যাচে আমরা শতভাগ দিয়েছি। আমরা জেতার জন্য লড়েছি। কিন্তু এরপরও আমদের পেনাল্টি শুটআউটে জিততে হয়েছে।’
ইন্টারকন্টিনেন্টাল কাপ ফিফা আয়োজিত টুর্নামেন্ট, যা নতুন ফরম্যাট ও নতুন নামে ফিরে এসেছে। এতে ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের চ্যাম্পিয়নরা অংশ নেয়। এ টুর্নামেন্টে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা সরাসরি ফাইনালে খেললেও অন্যদের বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে আসতে হয়।
এ টুর্নামেন্ট প্রথম আয়োজন করা হয় কাতারে ২০২৪ সালে, যা পুরোনো নকআউট ফরম্যাটের ক্লাব বিশ্বকাপকে (২০০৫-২৩) প্রতিস্থাপন করে। সেবারের ফাইনালে রিয়াল মাদ্রিদ মেক্সিকোর পাচুকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এবারের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজি ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও