• বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প জাতিসংঘ ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন ট্রাম্প রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চলবে যুক্তরাষ্ট্রের নির্দেশনায়, দেশটির তেলও বিক্রি করবে তারা সাধারণ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমালো পাকিস্তান রাফিনিয়ার জোড়া গোলে বিলবাওকে উড়িয়ে ফাইনালে বার্সেলোনা জানুয়ারির শেষ দিকে নেইমার সম্পূর্ণ সুস্থ হবেন নেইমার, ফেব্রুয়ারির শুরুতে খেলায় ফিরতে পারবেন সিডনিতেও জিতে অ্যাশেজে মধুর সমাপ্তি অস্ট্রেলিয়ার মোহামেডানের অন্তঃপ্রাণ সমর্থক আতা আর নেই

দেশে স্কুলের সংখ্যা বাড়াতে হবে : সালাহউদ্দিন আহমদ

প্রভাত রিপোর্ট / ১৪ বার
আপডেট : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কক্সবাজার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের জনসংখ্যা বর্তমানে যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই অনুপাতে স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া ইউনিয়নে অবস্থিতি পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় স্কুল হবে, কোথায় হবে না। তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষক। কারণ আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাঁশের বা টিনের বেড়া ছিল, কিন্ত পড়ালেখা ছিল অনেক মানসম্মত। কারণ সেই স্কুলগুলোতে মানসম্মত শিক্ষক ছিল।
এ সময় স্কুলটির অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খালেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুক্রবার ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে আসেন সালাহউদ্দিন আহমদ। চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন এবং গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেনল ওই সময় তিনি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও