• বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
রাফিনিয়ার জোড়া গোলে বিলবাওকে উড়িয়ে ফাইনালে বার্সেলোনা জানুয়ারির শেষ দিকে নেইমার সম্পূর্ণ সুস্থ হবেন নেইমার, ফেব্রুয়ারির শুরুতে খেলায় ফিরতে পারবেন সিডনিতেও জিতে অ্যাশেজে মধুর সমাপ্তি অস্ট্রেলিয়ার মোহামেডানের অন্তঃপ্রাণ সমর্থক আতা আর নেই ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা শুটার অঙ্গদ বীর সিংহ অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের গোপন কথা ফাঁস করলেন নায়িকা গিরিজা ওক আটকে যাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমার মুক্তি আবারও একই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন জয় ও কুসুম রোমান্টিক কমেডি বা প্রেমের গল্পে ফেরার ইচ্ছা দীপিকা পাড়ুকোনের আসছে রায়হান রাফীর প্রেশার কুকার, আছেন শবনম বুবলী

‘কোন দেশের প্রেসিডেন্ট অপহরণ গর্বের বিষয় নয়’

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: সামরিক অভিযানের পর আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, এই ধরনের ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকে উৎসাহিত করবে। সোমবার (৫ জানুয়ারি) এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করেন। এদিন সংবাদ সম্মেলনে ইসমাইল বাকাই ভেনেজুয়েলার উন্নয়ন এবং সংশ্লিষ্ট আইনি বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বিষয়টি জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্রের সাথে সম্পর্কিত। যারা আন্তর্জাতিক নীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বিগ্ন। তিনি সতর্ক করে বলেন, মাদুরোর ঘটনায় বিশ্ব চুপ থাকলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং অপরাধী পক্ষগুলিকে আরও উৎসাহিত হবে।
মুখপাত্র জোর দিয়ে বলেন, ইরানের অবস্থান ব্যক্তিদের সাথে নয় বরং নীতির সাথে সম্পর্কিত। তিনি আরও বলেন, কোনও দেশের প্রেসিডেন্ট অপহরণ গর্বের বা আইনগত কোনও উৎস নয়। বাকাই জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে মুক্তি দিতে হবে। এই নজির সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলেও উল্লেখ করেন তিনি। কয়েক মাস উত্তেজনার পর শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। আজ তাকে আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও