• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কাপাসিয়ায় অ্যাসেট প্রকল্পের আওতায় নার্সিং সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও ভর্তি বৃদ্ধি শীর্ষক দিনব্যপী কর্মশালা অনুষ্ঠিত অশ্লীলতার অভিযোগে বিপাকে যশের ‘টক্সিক’ ৮৩তম গোল্ডেন গ্লোবস জিতলেন যারা তরুণী প্রেমিকা নিয়ে লিওনার্দো ডিক্যাপ্রিওকে ট্রল আমাকে কেন কেউ নায়িকা বানাবে: পান্নু সানবিটের ম্যাজিক নিয়ে নতুন বিজ্ঞাপনে পরীমণি নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা শাপলা চত্বরে গণহত্যা: ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ গণহত্যা: সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের জুলাই হত্যাকাণ্ডের মামলায় আসামিকে জামিন দেয়ার প্রতিবাদে ট্রাইব্যুনাল ঘেরাও

সানবিটের ম্যাজিক নিয়ে নতুন বিজ্ঞাপনে পরীমণি

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন : ব্যস্ত শহুরে জীবনে সময়ই এখন সবচেয়ে বড় বিলাসিতা। প্রতিদিন জীবনের তাগিদে ছুটে চলা, জ্যামে আটকে থাকা আর কাজের চাপে ঘরের কাজকে দ্রুত ও সহজভাবে শেষ করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছেই। ঠিক এই বাস্তবতা থেকেই আধুনিক জীবনের জন্য কার্যকর সমাধান নিয়ে কাজ করে যাচ্ছে রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি।
বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে, চার বছরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ফসল, স্বনামধন্য হোমকেয়ার ব্র্যান্ড সানবিট দর্শকদের সামনে লিকুইড ডিশওয়াশ-এর নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছে। এই বিজ্ঞাপনের সবচেয়ে বড় আকর্ষণ, সানবিট-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বাস্তব জীবনের ঘরোয়া আবহে তৈরি এই বিজ্ঞাপনটি ইতোমধ্যে কেড়েছে দর্শক আকর্ষণ।
নতুন এই বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে দুই বোনের খুনসুটি আর ঘরোয়া কাজের দারুণ এক রসায়ন। বিজ্ঞাপনের মূল বার্তা হলো, সানবিট লিকুইড ডিশওয়াশের অসাধারণ কার্যকারিতা, মাত্র ১ চামচেই ৩০টিরও বেশি থালাবাসন ঝকঝকে পরিষ্কার করা সম্ভব। পরীমণি র সাবলীল অভিনয়ের মাধ্যমে গৃহিণীদের দৈনন্দিন কাজের চাপ কমানোর একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে।
বাংলাদেশের প্রথম স্মার্ট স্পার্কলিং টেকনোলজি এবং লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ মাত্র ১ চামচেই সহজেই তেল-চর্বি দূর করে পরিষ্কার করে ৩০টিরও বেশি থালা-বাসন। এই স্মার্ট স্পার্কলিং টেকনোলজি যুক্ত সানবিট লিকুইড ডিশওয়াশ নিশ্চিত করে সাশ্রয়, স্বাচ্ছন্দ্য ও সময় বাঁচানোর বাস্তব অভিজ্ঞতা আর থালা-বাসনে এনে দেয় ডায়মন্ড শাইন।
সানবিট প্রতিনিয়ত নতুন উদ্ভাবনে বিশ্বাসী। স্মার্ট স্পার্কলিং টেকনোলজির মাধ্যমে লিকুইড ডিশওয়াশিং-এ যুক্ত হয়েছে এক ভিন্ন মাত্রা, যা বর্তমানে বাংলাদেশে একমাত্র সানবিটের হাতেই হয়েছে। আধুনিক পরিবারের প্রয়োজন, সময়ের মূল্য আর কার্যকারিতাকে একসূত্রে বেঁধে সানবিট লিকুইড ডিশওয়াশ আজ হয়ে উঠছে স্মার্ট ঘরের নির্ভরযোগ্য ও সময়-সাশ্রয়ী সঙ্গী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও