• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ ইসরায়েলের

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: ইরানে সামরিক অভিযান চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির বরাতে জানা গেছে এ তথ্য। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি জানিয়েছে, ইরানে সম্ভাব্য হামলা নিয়ে ইসরায়েল ও মিত্রস্থানীয় আরব দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বিস্তৃত বৈঠক করেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। সেই বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বলেছেন, এটা সত্যি যে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দিন দিন তীব্র আকার নিচ্ছে, তবে দেশটিতে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রি সরকার এখনও এত দুর্বল অবস্থায় পৌঁছায়নি, যে মার্কিন সামরিক অভিযানে নিশ্চিতভাবে তাদের পতন ঘটানো যাবে।
তাদের মতে, যখন এই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে যে সামরিক অভিযান চালালে ইরানে ক্ষমতাসীন সরকারের পতন ঘটবে— তখনই অভিযান চালানোর আদর্শ সময়। তার আগ পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উচিত হবে বাইরে থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া, যার জেরে ইরানের বিক্ষুব্ধ জনতা উপকৃত হয়, ক্ষমতাসীন ইসলামপন্থি প্রজাতন্ত্রের শাসকগোষ্ঠী চাপে থাকে এবং কোনো দেশ যেন ইরানের সরকারের পাশে দাঁড়াতে না পারে। ধারণা করা হচ্ছে, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে— এমন দেশগুলোর ওপর ২৫ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেটি ইসরায়েলের পরামর্শেই নিয়েছেন। তবে মার্কিন কর্মকর্তারা আভাস দিয়েছেন যে ইরানে হামলার পরিস্থিতি এলে সে সময় তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম মিত্র কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের বর্তমান পরিস্থিতিতে যদি যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিক অভিযান চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়বে।
এদিকে একই দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি চালিয়ে যান—নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন। হত্যাকারী-নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন। তাদের অনেক চড়া মূল্য দিতে হবে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও