প্রভাত স্পোর্টস: মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিনকে গ্রেপ্তার করেছে গুজরাটের ভাদোদরা পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোররাতে ভাদোদরার আকোতা এলাকায় এই ঘটনা ঘটে। খবর এনিডিটির।
পুলিশ জানায়, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে আকোটা এলাকার পুনীত নগর সোসাইটির কাছে নিজের এমজি হেক্টর গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারান মার্টিন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কিয়া সেল্টোস, একটি হুন্ডাই ভেন্যু এবং একটি মারুতি সেলারিও গাড়িকে ধাক্কা দেন তিনি। সংঘর্ষে তিনটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সময় ৫৩ বছর বয়সী জ্যাকব মার্টিন নেশাগ্রস্ত ছিলেন বলে সন্দেহ করছে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং ও র্যাশ ড্রাইভিং আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত এমজি হেক্টর গাড়িটিও জব্দ করা হয়েছে।
পুলিশের ধারণা, ঘটনার আগে বন্ধুর সঙ্গে মদ্যপান করেছিলেন মার্টিন। স্থানীয় বাসিন্দারা সংঘর্ষের বিকট শব্দ শুনে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
জ্যাকব মার্টিন বরোদার বরোদার রঞ্জি ট্রফি দলের অধিনায়ক ছিলেন এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য প্রশংসিত হন। আন্তর্জাতিক ক্রিকেটে সংক্ষিপ্ত ক্যারিয়ার হলেও ভারতের হয়ে ১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।