• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গবেষণার মান বাড়াতে ইউজিসিকে তদারকির পরামর্শ বিশেষ সিএসআর তহবিলের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক চালু হচ্ছে শেরপুর সরকারি কলেজের বাস, বঞ্চিত নালিতাবাড়ীর শিক্ষার্থীরা ৪৬তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য ৪৪তম মৌখিক স্থগিত ১৩ দিন বৃষ্টিবলয়ে থাকবে পুরো দেশ, হবে কালবৈশাখী-বজ্রপাত ভুয়া প্রজ্ঞাপন জারি করে প্রতারণা, সতর্ক করলো মন্ত্রণালয় বাংলাদেশের রফতানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্যস্থল যুক্তরাজ্য তারা ধীরে-ধীরে সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে : আব্বাস রেকর্ড জয়েই বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের ‘সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধি ও অগ্রাধিকার নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক নিয়ে আলোচনার জন্য আজ সকালে (৬ এপ্রিল) বাংলাদেশে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন সরকারের শীর্ষ নীতিনির্ধারকরা। ‘ব্রেকফাস্ট অন ট্রেড ব্যারিয়ারস’ শীর্ষক এই বৈঠক সকাল ৯টায় মার্কিন রাষ্ট্রদূতের গুলশান-২-এর বাসভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা মো. আদিলুর রহমান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ও আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বলেন, বৈঠকে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়—যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানো এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) সংশোধন করে মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশের সরকারি প্রকল্পে অগ্রাধিকার দেওয়া।
এছাড়াও কিছু নির্দিষ্ট মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানো, মেধাস্বত্ব আইন (আইপিআর) কার্যকর করা এবং দেশের সামগ্রিক ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নত করা নিয়েও আলোচনা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, সকালে বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকের পূর্ণাঙ্গ ব্রিফিং আজকের মধ্যেই দেওয়া হবে; সময় পরে জানানো হবে।
এদিকে ট্রাম্পের শুল্ক নিয়ে আজ সকালে বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বেও একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও আজ একটি বৈঠক করবেন। এতে বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বৈঠক শেষে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও