নজরুল ইসলাম, গাইবান্ধা : ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন গাইবান্ধা জেলার বিশিষ্ট ২৫ শিল্পী। গত মঙ্গলবার (৮এপ্রিল) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিল্পীদের হাতে মেডেল, নগদ অর্থ, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে শিল্পীদের হাতে সম্মাননা তুলে দেন প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ও সংস্কৃতজন ফাতেমা-তুজ-জোহরা। এসময় জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ আসাদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন। ২০২৪ সালের সম্মাননা প্রাপ্ত শিল্পীরা হলেন- চলচ্চিত্র শিল্পী ডা. এজাজুল ইসলাম, কণ্ঠসংগীতে মোকাদেচ্ছুর রহমান (খাজা সুজন), সৃজনশীল সংস্কৃতি গবেষক হিসেবে ডা. আতাউর রহমান, নাট্যকলায় মোহাম্মদ আমিন, আঞ্চলিক সৃজনশীল সংগঠন হিসেবে গাইবান্ধা নাট্য ও সাস্কৃতিক সংস্থা (গানাসাস) সাধারণ সম্পাদক হানিফ বেলালকে সম্মাননা প্রদান করা হয়। এদিকে ২০২৩ সালের জন্য নৃত্যকলায় সিরাজুল ইসলাম সোনা, লোক সংস্কৃতিতে বিষ্ণু কুমার, ফটোগ্রাফিতে প্রবীন ফটো শিল্পী আশীষ কুমার সরকার, যাত্রাশিল্পে আবু বকর সিদ্দিক ও আবৃত্তিতে গৌতমাশিষ গুহ সরকার সম্মাননা পান। অন্যদিকে ২০২২ সালের জন্য কণ্ঠসংগীতে রফিকুল হাসান স্বপন চৌধুরী, লোকসংস্কৃতিতে দেওয়ান দরছ আলী, চারুকলায় রেজাউল আমিন আনিছ, যন্ত্রসংগীতে তোজাম্মেল হক সরকার এবং আঞ্চলিক সংজনশীল সংগঠনের দারিয়াপুর রফিকা গীতি সংস্থার দুলার সরকার দোলনকে সম্মাননা প্রদান করা হয়। অপরদিকে ২০২১ সালের জন্য নৃত্যকরায় রহিমা খানম ঝুমুর, যন্ত্রসংগীতে জাকির হোসেন খান, যাত্রাশিল্পে ময়নুল হোসেন, লোকসংস্কৃতিতে ফজলুর রহমান (ফজলু বয়াতী) ও চারুকলায় শেখ জিয়াউল করিম টিপু সম্মাননা পান। এছাড়া ২০২০ সালের জন্য যন্ত্রসংগীতে আসাদুজ্জামান খান, চারুকলায় শেখ মাজেদুল আবেদীন অপু, নৃত্যকলায় জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির নৃত্য প্রশিক্ষক স্বপন কুমার সাহা, আবৃত্তিতে একেএম রশিদুন্নবী পিটু এবং আঞ্চলিক সৃজনশীল সংগঠক হিসেবে পদক্ষেপ গাইবান্ধার আলাল আহমেদকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়। শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক শিরীন আকতার ও শফিকুল ইসলাম রুবেল।