• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৩ নালিতাবাড়ীর বিটিসিএল অফিসের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ২ স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সব রাস্তা বন্ধ করেই সামনে এগোবে এনসিপি, জানালেন নাহিদ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলুণ্ঠিত করা হয়েছে: আলী রীয়াজ পোস্টগ্রাজুয়েট সংস্কারে ৭ দাবিতে চিকিৎসকদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা চান আউটসোর্সিং কর্মীরা দুই দফা না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের সরকারি প্রশাসনে বৈষম্যের অভিযোগ, ৫ দাবি জানিয়ে হুঁশিয়ারি সংবিধান পুনর্লিখনে গণপরিষদ-আইনসভা নির্বাচন একই হতে হবে : হাসনাত আব্দুল্লাহ নির্বাচনের দেখা নেই, জনগণ সুখে নেই: ফারুক

তারা ধীরে-ধীরে সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে : আব্বাস

প্রভাত রিপোর্ট / ১৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ফিলিস্তিনে যে নারকীর হত্যাচার-হত্যা হচ্ছে, তা দেখে আমাদের মনে হতে পারে যে শুধু তাদের ওপর অত্যাচার হচ্ছে। আসলে বিষয়টি তা নয়, এক সময় তারা ধীরে-ধীরে বিশ্বের সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে র‍্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, মুসলিম বিশ্বের যেসব মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য নিজেরা নেতৃত্ব দিচ্ছে না তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। তারা নেতৃত্ব দিলে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করলে… ফিলিস্তিনের এই অবস্থা হতো না।
মির্জা আব্বাস বলেন, একজন ছাত্র ভাই বলেছে, যদি বর্ডার থাকতো তাহলে আমরা ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য নেমে পড়তাম। আমি তার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, যদি আজকে সুযোগ হতো, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আল্লাহ রহমতে বিশ্বের যে কোনও দেশে গিয়ে যুদ্ধ করতাম। সাবেক এই মন্ত্রী বলেন, এই প্রতিবাদ মিছিল অস্বাভাবিক রকম বড় হয়েছে। এই মিছিলে শুধু বিএনপি নেতাকর্মী নয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা অংশ নিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, আমি নিজেও অনেক দূর থেকে আজকের এই র‍্যালিতে অংশ নিতে এসেছি। এই মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্য একটা। কারণ, সশরীরে ফিলিস্তানি মুসলমানদের জন্য কিছু করতে পারছি না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও