• সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
নাজিরপুর সদর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামকে নড়িয়া পৌর কবরস্থানে দাফন গভীর নিম্নচাপ রূপ নিলো ঘূর্ণিঝড়ে, ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নিরবচ্ছিন্নভাবে মেট্রোরেল আবার চালু আশুলিয়ায় বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন রাণীনগরে রোপা আমন ধনের বাম্পার ফলনের আসা রাণীনগরে কৃষি প্রণোদনার সার বীজ বিতরণের উদ্বোধন নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া দরকার: নুর পিএসসিকে ১৫ দফা প্রস্তাবনা দিলো এনসিপি স্বাস্থ্য খাতে অগ্রগতি ‘উৎসাহজনক’ তবুও গতি বাড়ানো প্রয়োজন : উপদেষ্টা

গবেষণার মান বাড়াতে ইউজিসিকে তদারকির পরামর্শ

প্রভাত রিপোর্ট / ৮৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট : গবেষণার মান উন্নত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তদারকি কার্যক্রম জোরদারসহ একগুচ্ছ পরামর্শ দিয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকেরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ইউজিসিতে ‘শিক্ষা বিভাগীয় কর্মচারী (শিক্ষক) কর্তৃক অর্জিত পিএইচডি অভিসন্দর্ভ (গবেষণামূলক প্রবন্ধ) ও শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সামঞ্জস্য নিরূপণ’ শীর্ষক অ্যাকাডেমিক সেমিনারে এ পরামর্শ দেন তারা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। ইউজিসি’র রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. দূর্গা রানী সরকারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম।
সেমিনারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, পিএসসির সদস্য অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, ঢাবি’র অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম, অধ্যাপক ড. এস এম আলী রেজা, অধ্যাপক নাদিয়া নেওয়াজ রিমি ও অধ্যাপক ড. মো. এরশাদ হালিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবা জাহান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহিদ আখতার উপস্থিত ছিলেন। সেমিনারে শিক্ষাবিদরা থিসিস পেপারে শব্দ ও পৃষ্ঠার সংখ্যা নির্দিষ্ট করা, গবেষণার লক্ষ্য ও উদ্দেশ সুনির্দিষ্ট করা, অপ্রয়োজনীয় বিষয় গবেষণা থেকে বাদ দেওয়া, বিজ্ঞান, প্রযুক্তি, মানবিক ও ব্যবসা শাখার গবেষণাগুলো আলাদা করারও পরামর্শ দেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাছুমা হাবিব বলেন, সরকারি কলেজের শিক্ষকেরা ভালো মানের গবেষণা পরিচালনা করছেন। তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো করে নতুন জ্ঞান সৃষ্টি করে জাতি গঠনে ভূমিকা রাখছেন। এসব শিক্ষকদের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। তাদের ডাটাবেজ তৈরি করা দরকার। দেশের প্রতিষ্ঠিত সরকারি অনার্স কলেজগুলোতে তাদের পদায়ন করা যেতে পারে। এলক্ষে দ্রুত মাউশিকে ইউজিসি’র পক্ষ থেকে পত্র দেওয়া হবে।
ড. ফখরুল ইসলাম বলেন, দেশে গবেষণার মান উন্নয়ন করতে হলে কলেজ পর্যায় থেকেই গবেষণা কর্ম পরিচালনার উদ্যোগ নিতে হবে। নতুন বাংলাদেশের জন্য গবেষণা, উদ্ভাবন, সৃজনশীলতা, ক্রিটিক্যাল থিংকিং ও যোগাযোগ কৌশলের ওপর গুরুত্ব দিতে হবে। ইউজিসির অর্থায়নে পরিচালিত গবেষণাগুলো সংরক্ষণ ও গবেষণার নকল প্রবণতা ঠেকাতে ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিভিন্ন সরকারি স্কুল ও কলেজের ১১ জন শিক্ষকের পিএইচডি অভিসন্দর্ভ (গবেষণামূলক প্রবন্ধ) মূল্যায়ন করে শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে অর্জিত ডিগ্রির সামঞ্জস্য নিরূপণে এই অ্যাকাডেমিক সেমিনার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও