প্রভাত সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে কথাকাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় দুই নেতা নাজমুল ও মঞ্জুরুল ইসলামসহ তিনজনকে আটক করা হয়। শনিবার (১২ মার্চ) রাতে উপজেলার মণ্ডলেরহাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাপড়হাটি ইউনিয়নের বিএনপি সদস্য শফিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা বাবুর ওষুধের দোকানের সামনে রাখা ব্রেঞ্চে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এসময় বিএনপি নেতাকর্মীর ছয়জন আহত হন। আহতদের মধ্যে গোলাম কিবরিয়া মির্জা নামের এক নেতার অবস্থা গুরুতর হওয়ায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা হলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপির শিক্ষা সম্পাদক জাহাঙ্গীর আলম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মির্জা, ৯নং ওয়ার্ড সভাপতি মো. আলম মিয়া এবং ছাত্রদলের সংগঠনিক সম্পাদক আহসান হাবীব।
স্থানীয়রা জানান, প্রথমে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা শফিকুল ইসলামকে মারধর করেন। পরবর্তীতে বিএনপির নেতাকর্মীরা তাকে উদ্ধার করতে এলে তাদের ওপরেও হামলা চালানো হয়। ঘটনার পরপরই উত্তেজিত বিএনপিকর্মীরা বাবুর দোকানে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হাকিম আজাদ জানান, ব্রেঞ্চে ধাক্কা লাগার ঘটনা থেকেই মূলত সংঘর্ষের সূত্রপাত। যদিও সংশ্লিষ্টরা রাজনৈতিক পদে থাকলেও এটি সরাসরি রাজনৈতিক দ্বন্দ্ব নয় বলেই মনে হচ্ছে। তিনজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।