• শনিবার, ১০ মে ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নকশা না মানা ভবনের বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করবে রাজউক নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাইয়ে কমিটি গঠন ইসির ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের ‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’ পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি স্বরাষ্ট্র উপদেষ্টা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আন্দোলন : রাশেদ খাঁন চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে: হাসনাত পাকিস্তানে ভারতের হামলা, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ভীতির কোনও কারণ নাই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেদের ‘বিশ্বব্যবস্থার রক্ষক’ হিসেবে উপস্থাপন করলেন পুতিন-শি

ব্রাজিলের অভিযোগে নিষেধাজ্ঞায় পড়তে পারে আর্জেন্টিনা

প্রভাত রিপোর্ট / ২১ বার
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: ম্যাচ শেষের পর পেরিয়ে গিয়েছে প্রায় তিন সপ্তাহ। তবে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের হারটা যেন এখনই ভুলতে চাইছে না ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে মার্চের বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচ নিয়ে এবার ফিফার দরবারে অভিযোগ জমা দিতে পারে সিবিএফ। ম্যাচ চলাকালে আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ নিয়ে এই অভিযোগ দায়ের করা হতে পারে। আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানায়। তাদের ভাষ্য, ব্রাজিল সমর্থকদের দাবির ভিত্তিতেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে সিবিএফ।
ব্রাজিলের অভিযোগ প্রসঙ্গে জানা যায়, ম্যাচ চলাকালে আর্জেন্টিনার কিছু সমর্থকরা ব্রাজিলীয়দের উদ্দেশ্যে বর্ণবাদী ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। এমনকি এক আর্জেন্টিনার দর্শককে বানরের অনুকরণ করতেও দেখা যায়। সাধারণত এসব ঘটনাকে বেশ গুরুত্ব সহকারেই দেখা হয় আন্তর্জাতিক ফুটবলে। আর এসব ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করতে পর্যাপ্ত ভিডিও ফুটেজও সংগ্রহ করেছে সিবিএফ। জুন মাসে পরবর্তী ফিফা উইন্ডোর আগেই এই ব্যাপারে নিষ্পত্তি করতে চায় ব্রাজিল। অভিযোগের সত্যতা প্রমাণ হলে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এর আগেও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বৈষম্যমূলক স্লোগানের কারণে শাস্তি পেয়েছিল আর্জেন্টিনা। সে সময় মনুমেন্তাল স্টেডিয়ামের ধারণক্ষমতার ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের নির্দেশ দেয় ফিফা। পুনরাবৃত্তির ক্ষেত্রে দর্শকসংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনার হুঁশিয়ারিও দেয়া হয়েছিল। সবশেষ চিলিকে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে এমন শাস্তি দেয়া হয়েছিল। এছাড়া মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে গণ্ডগোলের কারণে একই শাস্তি পেয়েছিল ব্রাজিলও। উল্লেখ্য, আগামী ৯ জুন নিজেদের মাঠে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। অভিযোগ প্রমাণিত হলে সেই ম্যাচেও আসতে পারে নিষেধাজ্ঞার খড়গ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও