• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

বরখাস্ত হলে আনচেলত্তি ধন্যবাদই দেবেন রিয়ালকে

প্রভাত রিপোর্ট / ১১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস : এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প নয়। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ই নিতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। প্রথম লেগে ৩-০ গোলে হারার পর ঘরের মাঠেও দলটি আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে গেছে। নিজেদের প্রিয় চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর কোচ কার্লো আনচেলত্তিকে কি সরিয়ে দেবে রিয়াল? যদি তাই হয়, তবে সে সিদ্ধান্ত হাসিমুখেই মেনে নেয়ার ঘোষণা দিলেন আনচেলত্তি। চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন ছিল রিয়াল। তবে চলতি মৌসুমে পারফরম্যান্সের ধারাবাহিকতা ছিল না দলটির। গত রাতের ম্যাচটিসহ সব প্রতিযোগিতায় হেরেছে ১২টি ম্যাচে, যেখানে এর আগের মৌসুমে রিয়াল হেরেছিল মোটে ২ ম্যাচে। এমন এক মৌসুম কাটানোর পর চাকরি হারানোটাকেই স্বাভাবিক ভাবছেন আনচেলত্তি। কাল আর্সেনালের কাছে হেরে বিদায় নেয়ার পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, কোচ বদলের সিদ্ধান্ত ক্লাব নিতে পারে, হতে পারে এই বছর অথবা পরের বছর যখন আমার চুক্তির মেয়াদ শেষ হবে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি যখন এখান থেকে বিদায় নেব, তখন ক্লাবকে শুধু ধন্যবাদই দিয়ে যাব। এটা আগামীকাল হতে পারে, ১০ দিনের মধ্যে, ১ মাস পরে বা ১ বছর পরে, কিন্তু আমি শুধু ক্লাবকে ধন্যবাদই জানাব। আমার চুক্তি শেষ হচ্ছে কি না, সেটা আমার কাছে কোনো বিষয় নয়। আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি ২০২৬ পর্যন্ত।
আনচেলত্তি মনে করেন, আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগে চেষ্টার কমতি ছিল না তাঁর দলের, আমাদের মানসিকতায় কোনো ঘাটতি ছিল না। কিন্তু আমরা পারিনি। সত্যি বলতে, আর্সেনাল খুব ভালোভাবে ডিফেন্ড করেছে, সুযোগ তৈরি করা সহজ ছিল না। আমাদের আক্রমণাত্মক মানসিকতা বেশিই ছিল, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসো ও লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের নাম শোনা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও