• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

সাঘাটায় বোরোর জমিতে বিষ স্প্রে দেয়ায় ধান গাছের ক্ষতি

প্রভাত রিপোর্ট / ১৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

নজরুল ইসলাম,গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটায় বোরোর জমিতে বিষ স্প্রে দেয়ায় ধানের গাছের ক্ষতি ও লালচে হয়েছে । উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামের মৃত ছইম উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান এর জমি বরগা চায করেন ওই এলাকার এক ব্যক্তি। কৃষকের ২ টি ধান ক্ষেত পূর্ব শত্রুতার জের ধরে ওই কৃষক পরিবারকে সর্বশান্ত ও ঘায়েল করতে আগাছা নশক বিষ স্প্রে-করে সদ্য শীর্ষ বের হতে থাকা ইরি বোরো ধান ক্ষেতে ঝলসিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে। ক্ষতিগ্রস্থ কৃষক পবনতাইড় গ্রামের মৃত ছইম উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান। এঘটনায় সাঘাটা থানায় একটি এজাহার দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার পবনতাইড় গ্রামের উক্ত মোখলেছুর রহমান এর পরিবার ও তার প্রতিবেশী বাচ্চু মিয়ার পরিবারের মধ্যে মামলা মোকদ্দোমা ও কলোহ বিবাদ চলতে থাকে। সেই সূত্র ধরে বাচ্চু মিয়ার পরিবার মোখলেছুর রহমানের পরিবারকে ঘায়েল করার জন্য নানা ধরণের অপচেষ্টা চালাতে থাকে । এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষ বাচ্চু মিয়ার লোকজন গত বৃহস্পতিবার ভোর অনুমান ৫ ঘটিকার সময় মোখলেছুর রহমানের বর্গা দেয়া ২০ শতাংশের ২টি জমির ধান ক্ষেতে আগাছা নাশক বিষ দিয়ে স্প্রে করে। এতে বিকেলের মধ্যেই ওই জমির সবেমাত্র শীর্ষ বের হতে থাকা ধান ক্ষেত ঝলসে যায় এবং লালচে ধারণ করে। কৃষক মোখলেছুর রহমান জানান, ধান ক্ষেতে বিষ প্রয়োগের বিষয়টি প্রথমে লোক মুখে জানতে পারি এবং জমিতে গিয়ে সত্যতা পাই। তিনি বলেন, শত্রুপক্ষ দীর্ঘদিন যাবত আমাদের ঘায়েল করার জন্য এভাবে বারবার ক্ষতি করছে। জমিতে বিষ দিয়ে ফসলের ক্ষতি করা এটা কোন ধরণের শত্রুতা ? ধান ক্ষেতে বিষ প্রয়োগের সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছি।
এ ব্যাপারে সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, জমিতে বিষ প্রয়োগের বিষয়টি এখনো আমরা জানিনা। তবে কেউ ইচ্ছাকৃত ভাবে কারো ফসল নষ্ট করা অপরাধ । এবিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলমের সাথে কথা হলে তিনি বলেন, ধানের জমিতে আগাছা নাশক বিষ প্রয়োগের বিষয়ে একটি লিখিত এজাহার পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থ গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও