প্রভাত রিপোর্ট: সারাদেশে আউটসোর্সিং কর্মীদের বার্ষিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধিসহ সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর হাতিরপুলের রোজভিউ প্লাজায় এক সংবাদ সম্নেলনে এ দাবি জানান তারা। সংগঠনটির সভাপতি মো. মাহবুবুর রহমান আনিস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল হক নুর এসব দাবি তুলে ধরেন।
সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে আমরা ঠিকাদারি শোষণের মধ্য দিয়ে নিষ্পেষিত হচ্ছি। আমাদের অনেক সহকর্মীকে যথাযথ বেতন দেওয়া হয় না। আমরা উৎসব ভাতা এমনকি নীতিমালায় থাকায় অতিরিক্ত ডিউটির টাকাও পাই না।৷ এসব অনিয়ম থেকে বের হয়ে আসতে হবে। তাদের দাবিগুলো হলো: ১। ঠিকাদার প্রথা বাতিল করে স্ব-স্ব মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করতে হবে এবং কর্মরতদের বয়স শিথিল করে আত্মীকরণ করতে হবে। ২। বার্ষিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি করতে হবে। ৩। চাকরিচ্যুত কর্মচারীদের তালিকা অনুযায়ী মন্ত্রণালয়ের মাধ্যমে স্ব-স্ব প্রতিষ্ঠানে চিঠি প্রেরণ করে চাকরি বহাল করতে হবে। 8। বেতন বকেয়া কর্মচারীদের বেতন পরিশোধ করার জন্য স্ব-স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় থেকে চিঠি প্রেরণ করতে হবে এবং বেতন বকেয়া পরিশোধ কেন করা হয়নি তা জবাবদিহিতার আওতায় আনতে হবে। ৫। সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা ধার্য করতে হবে। ৬। মাসিক বেতন প্রদানে অর্থ ছাড়ের ক্ষেত্রে স্টার চিহ্ন প্রথা বাতিল করতে হবে। ৭। কোনো প্রতিষ্ঠানে কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। ৮। চাকরির বয়সসীমা ৬০ বছর পর্যন্ত নিশ্চিত করতে হবে।
এ সময় কর্মচারীদের এসব দাবির প্রতি সমর্থণ জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জেনায়েদ সাকি।