• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে : তারেক রহমান

তৃতীয় বিভাগে নেমে গেল এমবাপ্পের ক্লাব

প্রভাত রিপোর্ট / ৪৩ বার
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: কিলিয়ান এমবাপ্পের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। রিয়াল মাদ্রিদে নিজেদের প্রথম মৌসুমটা মনমতো হয়নি তাঁর। এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাঁর দল রিয়াল মাদ্রিদের। অথচ এমবাপ্পের পিএসজি ছাড়ার সবচেয়ে বড় কারণ ছিল অধরা চ্যাম্পিয়নস লিগ জেতা। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ই শুধু নয়, লা লিগা শিরোপাও এখন এমবাপ্পেদের হাত ফসকে যাওয়ার পথে। এমবাপ্পের দুঃসময় অবশ্য এটুকুতেই আটকে নেয়। নতুন খবর হচ্ছে, এমবাপ্পের দলও নাকি এবার অবনমিত হয়ে গেছে। নাহ, রিয়াল সমর্থকদের ভয় পাওয়ার কারণ নেই। এমবাপ্পে যে ক্লাবে খেলছেন, সে ক্লাব নয়, অবনমিত হয়েছে মূলত ফরাসি তারকার মালিকানাধীন ক্লাব কাঁ। গত কয়েকটা দিন রীতিমতো আতঙ্কে কেটেছে এমবাপ্পের। লা লিগায় প্রতিপক্ষ খেলোয়াড়কে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। এরপর চ্যাম্পিয়নস লিগেও আর্সেনালের বিপক্ষে লিখতে পারেননি প্রত্যাবর্তনের গল্প। আর এসবের সঙ্গে এবার যুক্ত হলো নিজের মালিকানাধীন ক্লাবের অবনমন। গত বছরের সেপ্টেম্বরে ১ কোটি ৫০ লাখ ইউরোতে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব কাঁর ৮০ শতাংশ মালিকানা কিনে নেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে কম বয়সী ক্লাবমালিকের তালিকায়ও নাম লেখান বিশ্বকাপজয়ী এই তারকা।
ক্লাবটির সঙ্গে এমবাপ্পের অন্য রকম এক সম্পর্কও আছে। ২০১৩ সালে মোনাকোর একাডেমিতে যোগ দেওয়ার আগে কাঁতে নাম লেখানোর কথা ছিল তাঁর। এমবাপ্পের পরিবারের চাওয়াও ছিল তেমন। তবে ক্লাবটি লিগ আঁ থেকে নিচের স্তরে নেমে যাওয়ায় সেখানে আর খেলা হয়নি তাঁর। শেষ পর্যন্ত এমবাপ্পে নাম লেখান মোনাকোতে। সেই আক্ষেপ ভুলতেই হয়তো ক্লাবটির মালিকানা কিনে নেন এমবাপ্পে। ক্লাবমালিক এমবাপ্পের শুরুটা অবশ্য খুব ভালো হলো না। গতকাল রাতে মার্তিগুয়েসের বিপক্ষে ৩-০ গোলের হারে বিব্রতকর এক অভিজ্ঞতার মুখোমুখি হলো দলটি। ৩১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে নিশ্চিত হলো তলানিতে থাকা দলটির অবনমন। এর ফলে ৪০ বছরের মধ্যে এই প্রথম তৃতীয় বিভাগে নেমে গেল কাঁ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও