• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে : তারেক রহমান

ভুটানে সাবিনা-ঋতুপর্ণাদের লিগ স্থগিত

প্রভাত রিপোর্ট / ৫৪ বার
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস :ভুটানে নারী ফুটবল লিগ শুরু হওয়ার কথা ছিল। স্থানীয় সময় বিকেল তিনটায় উদ্বোধনী ম্যাচের সূচিতে ছিল কৃষ্ণা,রুপ্না ও মাসুরা পারভীনের ট্রান্সপোর্ট উইনাইটেড। খেলা শুরুর মাত্র ৪৮ ঘন্টা আগে লিগ স্থগিত করেছে। কবে নাগাদ শুরু হবে সেটার সুনির্দিষ্ট কোনো ঘোষণা নেই। ভুটান থেকে বাংলাদেশের অন্যতম সিনিয়র খেলোয়াড় কৃষ্ণা রাণী সরকার জানান, ‘সূচিতে পরিবর্তন হয়েছে। যতটুকু শুনেছি খেলা মে মাস থেকে শুরু হবে। আমরা অনুশীলন চালিয়ে যাচ্ছি।’ বাংলাদেশের খেলোয়াড়দের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, কোনো দল শেষ মুহুর্তে খেলতে চায়নি অথবা খেলোয়াড় নিবন্ধন বা প্রস্তুতির জন্য আরেকটু সময় চেয়েছে। অন্য ক্লাবের জটিলতা থাকলেও বাংলাদেশের ফুটবলার থাকা তিন ক্লাবে অবশ্য কোনো সমস্যা নেই। খেলা পিছিয়ে গেলেও বাংলাদেশের ফুটবলাররা ভুটানেই থাকছেন মে পর্যন্ত।
মে মাসের মাঝামাঝি খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুটান লিগ শুরু না হলে বাংলাদেশের ফুটবলারদের পারফরম্যান্স পরখ করার সুযোগ থাকছে না বৃটিশ কোচ পিটার বাটলারের। ২৭ মে বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য জর্ডানের উদ্দেশ্যে রওনা হবে। ভুটান লিগ পিছিয়ে যাওয়ায় সাবিনাদের ফিটনেস ও পারফরম্যান্স প্রমাণ করে দলে জায়গা পাওয়াটা এখন একটু চ্যালেঞ্জের মুখেই পড়ল। বাফুফে বিগত সময়ে নারী ফুটবলারদের দেশের বাইরে খেলার ছাড়পত্র দেয়নি। জুনের শেষ সপ্তাহ এশিয়ান কাপ বাছাই। এবার আকস্মিকভাবে দশ জন ফুটবলারকে ভুটানে খেলার অনুমতি দিয়েছে। যদিও দক্ষিণ এশিয়ার এই দেশটির লিগ তেমন মান সম্মত নয়। এরপরও বৃটিশ কোচ পিটার বাটলাররে সঙ্গে নারী ফুটবলারদের দূরত্ব কমাতেই মূলত বাফুফে সাবিনাদের সেখানে পাঠাতে রাজি হয়েছে। ভুটানের লিগের এই পরিস্থিতিতে এখন ফুটবলার, কোচ ও ফেডারশেন তিন পক্ষই সংকটের মধ্যে।
বাংলাদেশের ১০ জন জাতীয় দলের নারী ফুটবলার ভুটান রয়েছেন লিগ খেলতে। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া খেলবেন পারো এফসিতে, গোলরক্ষক রুপ্না চাকমা, ডিফেন্ডার মাসুরা পারভীন ও ফরোয়ার্ড কৃষ্ণা রাণী ট্রান্সপোর্ট ইউনাইটেডে এবং সানজিদা, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র আছেন থিম্পু ক্লাবে। একই সময়ে একই বিদেশের লিগে ১০ বাংলাদেশি ফুটবলার খেলার রেকর্ড কখনো ছিল না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও