• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে : তারেক রহমান

আজিজুল তামিমের নেতৃত্বে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

প্রভাত রিপোর্ট / ৫১ বার
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: পবিত্র ঈদুল ফিতর শেষেই জাতীয় পুরুষ দলের পাশাপাশি বাংলাদেশ নারী ও যুব টাইগারদের ব্যস্ততা শুরু হয়েছিল। এরই মাঝে চলতি মাসে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৬ ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ এপ্রিল থেকে। লঙ্কানদের মাটিতে হতে যাওয়া এই সিরিজের জন্য ২১ এপ্রিল ঢাকা ছাড়বে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এই সিরিজের জন্য গতকাল (শনিবার) ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। যেখানে যথারীতি নেতৃত্বে রাখা হয়েছে আজিজুল তামিমকে। এ ছাড়া দলে রয়েছেন জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল ও কালাম সিদ্দিকি অ্যালিনরা। ১৫ সদস্যের এই দলে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রয়েছেন ৫ জন। এর আগে গত ৬-১৯ এপ্রিল পর্যন্ত রাজশাহীতে যুব ক্রিকেটারদের ক্যাম্প অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের আগে ২৪ এপ্রিল ওয়ার্মআপ ম্যাচ খেলবে দুই দল। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ২৮ এপ্রিল এবং ১, ৩, ৬ ও ৮ মে অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই হবে হাম্বানটোটায়।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার। স্ট্যান্ডবাই- রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও