• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম

যব উই মেট, দর্শকদের কাছে এখনো বলিউড আইকনিক ছবি

প্রভাত রিপোর্ট / ৫৩ বার
আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : মুক্তির দেড় যুগ পার হলেও শহীদ-কারিনার ‘যব উই মেট’ দর্শকদের কাছে এখনো অন্যতম বলিউড আইকনিক ছবি। এখনো এই ছবির একেকটি দৃশ্য দর্শকের মনে গেঁথে আছে। পর্দায় জুটি হিসেবে যেমন এই দুই অভিনেতা মানিয়ে গিয়েছিলেন, তেমনই পর্দার বাইরেও জমে ওঠে তাঁদের রসায়ন। তবে জানেন কি, শহীদ কাপুর নন, এই ছবিতে কাজ করার কথা ছিল ববি দেওলের! কিন্তু পরে এ অভিনেতা বাদ পড়েন। সম্প্রতি ইন্সট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবিটি থেকে বাদ পড়ার কথা জানান ববি দেওল। সাক্ষাৎকারে তিনি জানান, সেই সময় যখন অভয় দেওলের ছবি ‘সোচা না থা’ নিয়ে বলিউড নির্মাতা ইমতিয়াজ আলী কাজ করছিলেন, তখন নির্মাতাকে নিজের জন্য একটি সিনেমার গল্প লিখতে বলেন ববি। গল্পের সঙ্গে প্রযোজক খোঁজা, এমনকি নায়িকাদের সঙ্গেও যোগাযোগ করছিলেন এ অভিনেতা। কিন্তু এরপরও তাঁকে বাদ দিয়ে শহীদ-কারিনাকে নিয়ে সিনেমাটি নির্মাণ করেন ইমতিয়াজ!
ইন্সট্যান্ট বলিউডকে ববি বলেন, ‘আমি একজন প্রযোজকও জোগাড় করেছিলাম। আমিই তাঁকে ইমতিয়াজকে সুযোগ দিতে বলেছিলাম। তিনি আমার কথামতো ইমতিয়াজকে সুযোগ দেন। তারপর আমাকে জানানো হয়, এই ছবিতে কারিনাকে লাগবে। একজনের মাধ্যমে কারিনার সঙ্গে কথাও বলেছিলাম, কিন্তু তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেন। তারপর প্রীতি জিনতার সঙ্গে কথা হয়, তিনিও রাজি হননি।’
কিন্তু এরপর হঠাৎই ববি জানতে পারেন শহীদ কাপুর ও কারিনাকে নিয়ে সিনেমাটি ইমতিয়াজ করছেন। তাঁকে একবারের জন্যও জানানো হয়নি। জানান, এই ঘটনা তাঁর ওপর খুব বাজে ছাপ ফেলেছিল। তিনি রীতিমতো অবসাদে চলে যান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও