• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগে ফিরলো বার্নলি

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বাঁচাতে বার্নলির বিপক্ষে জিততেই হতো শেফিল্ড ইউনাইটেডকে। তবে হামজা চৌধুরীর দল গতকাল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে এমন সমীকরণেই ম্যাচে ২-১ গোলে হেরে গেছে বার্নলির কাছে। এই জয়ে লিডস ইউনাইটেডকে সঙ্গী করে আগামী মৌসুমে আবারও প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে বার্নলি। হামজাদের অবশ্য এখনো সুযোগ আছে প্রিমিয়ার লিগ ওঠার। নকআউট প্লে-অফে দুটি ম্যাচ জিততে হবে শেফিল্ডকে। সেই দুই ম্যাচে হামজাদের প্রতিপক্ষ কারা হবে সেটি এখনো ঠিক হয়নি। ৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে হামজার শেফিল্ডের পয়েন্ট এখন ৮৬। ২ পয়েন্ট জরিমানা না হলে অবশ্য কাগজে-কলমে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা এখনো টিকে থাকত দলটির। আজ শেফিল্ডকে হারানো বার্নলির পয়েন্ট সমান ম্যাচে ৯৪। লিডসের পয়েন্টও ৯৪। গোল ব্যবধানে শীর্ষে আছে লিডস, বার্নলি দুইয়ে।
শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরে পিছিয়ে পড়া শেফিল্ডের হয়ে আজ শুরু থেকেই খেলেছেন বাংলাদেশের তারকা হামজা। তাঁর দল পিছিয়ে পড়ে ২৮ মিনিটে। টার্ফ মুরে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসিয়ে গোলটি করেন জশ ব্রাউনহিল। জশ কালেনের শট শেফিল্ড গোলরক্ষক মাইকেল কুপার ফিরিয়ে দিলেই শেষ রক্ষা করতে পারেননি। ফিরতি বল ধরে গোল করে ব্রাউনহিল। ৯ মিনিট পরেই জোরালো শটে গোল করে শেফিল্ডকে ম্যাচে ফিরিয়েছিলেন টম ক্যানন। তবে ৪৪ মিনিটে পেনাল্টি গোলে আবার বার্নলিকে এগিয়ে নেন ব্রাউনহিল। বার্নলির হানিবাল মেইব্রিকে পেনাল্টি বক্সে ফেলে দিয়েছিলেন আনেল আহমেদহজিচ। ২৬ এপ্রিল লিগে হামজাদের পরের ম্যাচ স্টোক সিটির বিপক্ষে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও