• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

নেত্রকোণায় ‘সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় শীর্ষক সেমিনার

প্রভাত রিপোর্ট / ৮ বার
আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

দ্বীপক চন্দ্র সরকার, নেত্রকোণা: নেত্রকোণায় “সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১টায় দক্ষিণ কাটলিস্থ সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট কার্যালয়ে এডাব নেত্রকোণা জেলা শাখা এই সেমিনারের আয়োজন করে। এডাব নেত্রকোণা জেলা শাখার সভাপতি ও সেরার নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, এডাব এর বিভাগীয় সমন্বয়কারী নুরুল আমীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডাব নেত্রকোণা জেলা শাখার সেক্রেটারি কে এম এ জামি, সেরার প্রকল্প পরিচালক আলী উসমান, মহিলা উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক নুরজাহান বেগম, বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যাবস্থাপক মৃনাল কান্তি সরকার, তামান্না উন্নয়ন সমিতির সাংগঠনিক সম্পাদক ফাহমিনা সুলতানা, নাহার মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আফরোজা নার্গিসসহ সমাজসেবা, সমবায়, শিক্ষা ও পরিবার পরিকল্পনা দপ্তরের প্রতিনিধিবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, এডাব দেশের ৬১ টি জেলায় আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল এনজিওদের কাজের সস্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করলেই দেশের সার্বিক উন্নয়ন তরান্বিত হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও